পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—গোবিন্দ দাস–১৬শ শতাব্দী। So 8% নীরস সরসিজ ঝামর-বয়ন । তুয়া গুণ শুনইতে সচকিত নয়ন ॥ খনে মুখ গোই রোই খনে হসই। হিয়া অভিলাষে চলত মহী খসই ৷ এ হরি পেখলু সো গজ-গমনী । জীবইতে সংশয় কুলবর-রমণী ॥ অনুখন মন-মাহা (১) মনসিজ হানই। হিমকর-কিরণে থির নাহি মানই ॥ খনে উঠে খনে বৈসে শুতি রহু ধরণী। বিষশরাঘাতে যৈছে কাতর হরিণী। কত যে বিছায়ব কমলদল-শেয। ছটফট শয়নে জীউ নাহি তেজ ! গোবিন্দ দাস কহ শুদমর চন্দ। তুরিতে মিলব ধনী টুটই দ্বন্দ্ব ॥ ভ্রমই ভবন বনে জনু অগেয়ান। ভাঙ্গল ভয় গুরু-গৌরব মান ॥ ভাবে ভরল মন হাসি হাসি রোই (২) । ভীত পুতলী-সমতুয়া পথ যোই ॥ ভরমহি ভরম সঘন মুখ গোই (৩) । ভূতলে শুতলি কুন্তল ফোই । (৪) ভুলল তুয়া গুণে হরি হরি বোল। ভিগল (৫) দিঠি জলে নীল নিচোল ॥ ভূবি বিরহ-জরে ভরি মূরছান। ভুরূ ভঙ্গহি ধনী তেজব পরাণ ॥ ভাগ্যে জীবয়ে অব তুরা রস-আশে। ভণব তোহারি যশ গোবিন্দ দাসে ॥ (১) মাহ = মধ্যে। (২) হাসি-কান্না-মিশ্রণ। (৩) গোই=গোপন করিয়া । (৪) ফোই="ফুরণ করিয়া=খুলিয়া। (৫) ভিগল=ভিজিল ।