পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b-aぐ。 যথা, বঙ্গ-সাহিত্য-পরিচয় । এরে যেই মতে বুঝে সম্প্রদায়গণ । সেই লাগি ভাষা করি করিল বর্ণন ॥ ইহা যদি মোহান্তের কৃপালেশ হয়। তবেত হইবে গ্রন্থ জানিহ নিশ্চয় ॥ পরে যেই বিভগবাদি করিব বর্ণন । তাহাতে মধুরা রতি হয় আস্বাদন। আস্বদিতে হৈলে তারে কহি ভক্তিরস। নামেতে মধুর হয় কৃষ্ণ যার বশ । বিভাব । বিভাবের নাম হয় দুই ত প্রকার। আলম্বন এক নাম উদ্দীপন আর ॥ উজ্জলের অালম্বন ব্রজেন্দ্র নন্দন । আর কৃষ্ণ প্রিয়াগণ হএ আলম্বন ". কৃষ্ণবিষয়ক উদ্দীপন । যাকর পদচ্যুতি, দরশনে নিগরব, (১) কোটি কোটি মনমথ ভেল। কুটিল দৃগঞ্চল, বিদগধি বিহরলি, ত্রিভুবন মন হরি নেল। অভিনব জলধর, সুন্দর আকৃতি, করতহি পরম বিহার। ত্ৰিজগত যুবতীক, ভাগি (২) বর সাধন, মুরতি সিদ্ধি অবতার। সোঅব নন্দকি, নন্দন নাগর, তোহে করু আনন্দ ভোর। শ্ৰীশচীনন্দন, ও নব মাধুরী, বরণী না পাওল ওর ॥ শ্ৰীকৃষ্ণের গুণাবলী । সুধী সপ্রতিভ ধীর বিদগ্ধ চতুর। মুখবান কৃতজ্ঞ দক্ষিণ প্রেম-প্রচুর ॥ গাম্ভীৰ্য্য-সমুদ্র বরীয়ান কীৰ্ত্তিমান। নারীর মোহন নিত্য নূতন বরধাম ॥ অতুল্য কেলি-সৌন্দৰ্য আর প্রেয়সীর গণ । এ সব চিহ্নিত কৃষ্ণ আর বংশী কণ ॥ ইত্যাদি শৃঙ্গার গোবিন্দের গুণ গণ । উদাকৃতি ইহা কিছু নাহি বিবরণ ॥ 6) নিগরব =গৌরবহীন। - (২) ভাগি =ভাগ্য।