পরিশিষ্ট–উজ্জ্বল-চন্দ্রিকা—১৭৮৫ খৃঃ ।
পূৰ্ব্বেতে কহিল যেই ধীরললিত।
ধীরশান্ত ধীরোদান্ত আর ধীরোদ্ধত ৷ এই চারিভেদে আছে পতি উপপতি । এবে কিছু কহি তাথে পতির বিবৃতি ।
পতি ।
শাস্ত্রমতে কান্তার যেই করে পাণি গ্রহে। সেই ভৰ্ত্ত হয় তারে পতিশব্দে কহে ॥ রুক্সি জয় করি হরি রুক্মিণী হরিল। দ্বারকা লইয়া তাহে বিবাহ করিল। এই ব্ৰত কৈল যেই কুমারিকাগণ । তাথে কারু কারু পতি ব্রজেন্দ্রনন্দন ॥ রুক্মিণী-বিবাহ-পূৰ্ব্বে গোপীপরিণয়। মূলমাধব মাহায্যেতে এই বাক্য কয় ॥
উপপতি ।
ইহলোক পরলোক না করি গণন । নিজরাগে করে যেই ধৰ্ম্মের লঙ্ঘন ॥ পরকীয়া নারীসঙ্গে করয়ে বিহার। সদা প্রেমবশ উপপতি নাম তার ॥ যথা, রাইক মন্দির আসি করু নাগর সঙ্কেত কোকিল বোল। শুনি ধ্বনি উঠত দ্বার যব খোলই হোয়ল কঙ্কণ বোল ॥
দেখ দেখ নাগর আনন্দ ভোর । কঙ্কণ ধ্বনি শুনি মনে অনুমানই রাই মিলব মঝু কোর ॥ জটিল জাগরি তৈখনে বোলত কো করু কঙ্কণ নাদ ।
শুনি ধনী চমকিত মন্দিরে সুতল নাগর গণল প্রমাদ ॥
পুনঃ ধ্বনি আসি মিলব মৰু সংগতি ঐছন মনোরথ ভেল।
রাধা মন্দির কোন বদরিতলে (১) জাগৰি যামিনী গেল !
শৃঙ্গারের মাধুৰ্য্য অধিক ইহাতে।
উপপতি রসশ্রেষ্ঠ ভারতের মতে ॥
লোক শাস্ত্রে করে যাহা অনেক বারণ। প্রচ্ছন্ন কামুক যাথে দুর্লভ মিলন।
(১) রাধার গৃহনিকটে কুলগাছের তলায়।
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৫
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
