سر ۹ سرالا
বঙ্গ-সাহিত্য-পরিচয় |
তাহাতে পরম রতি মন্মথের হয়। মহামুনি নিজ শাস্ত্রে এই মত কয় ॥ ইহাতে লঘুতা সেই কবিগণ কয়। প্রাকৃত নায়কে সেই কৃষ্ণ প্রতি নয় ॥ রসের পরম কাষ্ঠী রতি আস্বাদন। অবতার কৈল হরি ব্রজেন্দ্রনন্দন ॥
অমুকুল দক্ষিণ শঠ আর হয় ইষ্ট । পতি উপপতি দোহার চারি ভেদ ধৃষ্ট ॥ শাঠ্য ধৃষ্ট উপপতি নাট্যশাস্ত্রে কয়। কৃষ্ণেতে সন্তবে সব অযুক্ত কিছু নয় ॥
অনুকূল । এক নারী রত হয় অন্ত নারী ছাড়ি । সীতার প্রতি রাম অনুকুল নামধারী। রাধায় অমুকুল হয় ব্রজেন্দ্রনন্দন। অন্ত নারী ছাড়ি হৈল রাধার শরণ ॥
যথা,
গোকুল-নগরে চতুর নাগরী কত না যুবতী নারী।
তা সনে বিহরে . কখন কখন নন্দের নন্দন হরি ॥
রাই তুহু সে জানসি রস ।
সকলের কাছে যেমন তেমন হরি সে তোমারি বশ ॥
যখন তোমারে না দেখে নাগর কাতর হইয়া রহে ।
কত না যুবতী লালসা করয়ে ফিরিয়া নাহিক চাহে ॥
যত পুণবতী আছয়ে যুৱতী তুহু তার শিরোমণি।
তোমারে ছাড়িতে না পারে যেমন ফণী না ছাড়য়ে মণি ॥
ধীরোদাত্তানুকূল ।
शृशl,
কুবলয়নয়নী সঙ্কেত করি রহতহি কত কত কুঞ্জকুটীরে।
কুটিল দৃগঞ্চলে মনসিজ বিদগধি বিতরই গোকুল বীরে ॥
দেখ দেখ রাইক প্রেম-তরঙ্গ ।
যাকর দরশ পরস রস লালসে ছোড়ল সে সব সঙ্গ ॥ নাগর রাজে বান্ধি নিজ প্রেমহি রাই সাধই নিজ কাম । কত কত যুবতী কতহি রস বিতরই তবহি শিথিল নহে প্রেম ৷
পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৬
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
