পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট–উজ্জ্বল-চন্দ্রিকা—১৭৮৫ খৃঃ । >b* > ধৃষ্ট । অন্ত নারীর প্রতিভরে প্রফুল্ল হৃদয় । তথাপি প্রিয়ার আগে রহয়ে নির্ভয় ॥ মিথ্যাবাক্য প্রিয়া আগে কহে অনুক্ষণ । তীরে ধৃষ্ট বলি কহে রসিকের গণ ॥ যথা, গোবিন্দ কবিরাজকৃত পদ– কাহা নখচিহ্ন চিহ্নালি তুহু সুন্দরী এ নব কুঙ্কুম রেহ। কাজর ভরমে মরমে কাহো গঞ্জসি মৃগমদপদ পুন এহ ॥ সুন্দরী, মঝু মনে লাগল ধন্ধ। অপরূপ রোখ (১) দেখি (২) বিনু মানসি দিনহি তরুণ দিঠি মন্দ ॥ চৌরিক হেরি বেরি করি মানসি উরপর যাবক ভালে । ফাগুক বিন্দু ইন্দুমুখী নিন্দসি সিন্দুর করি অনুমানে ॥ তোহাকি সম্বাদে জাগি হায় সব নিশি আরুণিম ভেল নয়ান । তুহু পুন পালটি মুঝে পরিবাদসি গোবিন্দ দাস পরমাণ ॥ ধীরোদাত্ত আদি যেই চারি প্রকার। তাহে পূর্ণ পূর্ণতর পূর্ণতম আর ॥ চারি তিনি পূরিতে (৩) দ্বাদশবিধ হল। পতি উপপতি তায় দুই ভেদ দিল । দ্বাদশ দ্বিগুণ করি চব্বিশবিধ হয় । , দক্ষিণাদি চারিভেদে ছেয়ানই (৪) বিধ কয় ॥ ধূৰ্ত্ত আদি ভেদ যেই রসশাস্ত্ৰে কয়। না কহিল তাহা ভারতের মত নয় ॥ দ্বিতীয় অধ্যায় । নায়ক-সহায় প্রকরণ । ১ । সখা । নায়ক সহায় হয় পঞ্চ একার । চেটক বিট বিদুষক পীঠমদ আর । আর প্রিয় নৰ্ম্মসখা রসশাস্ত্র মতে । সব সহায়ের গুণ কৃষ্ণ আহলাদিতে ॥ (১) রেখ=রেন। (২) দেখি = দোষ । তে পূরতে=পূর্ণ করিয়া । (৪) ছেয়ানই = ৯৬। ఇలికి