পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b-bペ বঙ্গ-সাহিত্য-পরিচয় । পরিহাস করে সদা অনুরাগ গাঢ়। দেশ কাল পাত্র জানিতে বুদ্ধি বড়। মানিনী প্রিয়ার করে মানভঞ্জন । নিগুঢ় মন্ত্রণ সহায়ের গুণগণ। (ক) চেটক । সন্ধান চতুর যেই গৃঢ় কৰ্ম্ম করে। বুদ্ধির প্রগল্ভযুক্ত চেটক নাম ধরে । ভঙ্গুর ভৃঙ্গার আদি আছয়ে গোকুলে। কৃষ্ণের চেটক হয় তারা রসশাস্ত্রে বলে ৷ যথা, (কৃষ্ণপ্রতি চেটক বচন)– রাইক বচন কহলু কহলু বহু চাতুরী শুন শুন সুন্দরী রাই। এ হেন অপরূপ কভু নাহি হেরল পেখহ বাহিরে যাই ৷ উপনীত শরদ সময় ইহ সুন্দর শারদ তরু বিকশিত । অপরূপ অসময়ে কুসুমিত মাধবী কুঞ্জ কুহর বিভূষিত । এ মঝু চাতুরী বচন শুনি সুন্দরী আওল কুঞ্জকি পাশ । অব তুহু যাই রাই সহ মিলহ পূরব মনসিজ আশ । (খ) বিট । বেশভূষা উপচার যাহার বিদিত। ধুর্তের প্রধান কামতন্ত্রের পণ্ডিত ৷ রসশাস্ত্রে বিট বলি ত হার আখ্যান । কড়ার ভারতীবন্ধ ব্রজে তার নাম ॥ যথা, (মানিনী শুমার প্রতি বিট বচন) এ ব্রজমণ্ডলে সে বর নাগরী গোকুল-ভূপতিসবিনয় বাতে যাকর মুরলী সো হরি মান যত রহু নাগরী ইহ নাহি পেখতু নন্দন নাগর গোহ ইহ যাচই সকল ব্রজনারীক ভরমে তুহু তেজলি নিকর হাম সব জান। যো মকু বাত করে আন ॥ তাকর হাম বর সঙ্গী। ছোড়হ কোপকি ভঙ্গী । লাজ ধৈর্য হরি নেল । ভাল যুকতি নাহি ভেল।