পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—গোবিন্দ চক্রবর্তী—১৬শ শতাব্দী। e &రి মুকুল পুলকিত বল্লী তরু অরু চারু চৌদিশে সঞ্চিত । হামসে পাপিনী বিরহে তাপিনী সকল সুখ-পরবঞ্চিত৷ বঞ্চিত অহৰ্নিশি বাস। ভৈ গেল জেঠহি মাস ॥ মাস ইহ রহু যা কৃপয়ে পহু সোই স্থলখিনী (১) কামিনী । যে কান্ত-সুখ-সম্ভোগে বঞ্চয়ে চাদ-উজোর-যামিনী ॥ দহই দাজুরী দিনহি বঞ্চয়ে কেলি করয়ে সরোবরে। প্রেম পেশলী পূরব প্রেয়সী পেখি তাপিত অন্তরে ॥ অন্তরে আওয়ে আষাঢ় । বিরহী-বেদন বাঢ় ॥ বাঢ় ফুল্লিত-বল্লী তরুবর চারু চৌদিশে সঞ্চারে। উত্তাপে তাপিত ধরণী-মণ্ডলে নিরখি নব নব জলধরে ॥ পাপীয়া পার্থীর পিয়াসে পীড়িত সতত পিউ পিউ রাবিয়া । পিয়া-নাদ শুনি চিত চমকি উঠয়ে পিয়াসে না পেখি পাপীয়া ॥ পাপীয়া শঙন মাস । বিরহী-জীবনে নৈরাশ ॥ নৈরাশ বাসর-রজনী দশদিশ গগনে বারিদ ঝম্পিয়া । ঝলকে দামিনী পলকে কামিনী হেরি মানস কম্পিয় ॥ পাপী ডাহুকী ডাহুকে ডাকই ময়ূর নাচত মাতিয়া। একলি মন্দিরে অনিদ লোচনে জাগি সগরি রাতিয়া ॥ রাতিয়া দিবসে রন্থ ধন্দ । ভাদক বাদর মন্দ ॥ মন্দ মনসিজ মনহি দহ দহ দহই মারুত বিন্দ । তরল জলধর বরিখে ঝরঝর হামারি লোচন-ছন্দ ॥ (২) উঠল ভূধর পূরল কন্দর ছুটল নদ নদী সিন্ধুয়া। হাম সে কুলবর্তী পরক যুবতী গমন জগ ভরি নিন্দুয়া। (১) স্থলখিনী = মুলক্ষণাক্রান্ত । (২) তরল মেঘ ঝর ঝর বৃষ্টি বর্ষণ করে ; উহা আমারই চক্ষের দ্যায়।