পাতা:বনবাণী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বনবাণী

ললাটে নিপুণ পত্রলেখাটি
আঁকো কুঙ্কুমচন্দনে।
দুলাও চামেলি অলকে তোমার,
কবরী রচিয়া এলোকেশভার
বেঁধে তোলো বেণীবন্ধনে।


উঠ ধূলি হতে, ওগো দুঃখিনী,
ছাড়ো গৈরিক উত্তরী।
নীলবসনের অঞ্চলখানি
কম্পিত বুকে লহো লহো টানি,
হাসিমুখে চাহ সুন্দরী।
বীরমঙ্গল ঘোষুক মন্দ্র,
মুখে তুলে তোর শঙ্খ নে।
কৌতুকসুখ চক্ষে ফুটুক,
বিদ্যুৎ-শিখা কম্পি উঠুক
তব চঞ্চল কঙ্কণে।
কুঞ্জকানন জাগ্রত হোক
আজি বন্দনাসংগীতে-
শিহর লাগুক শাখায় শাখায়,
মাতন লাগুক শিখীর পাখায়
তব নৃত্যের ভঙ্গিতে।


শ্যামবন্ধুরে শ্যামল তৃণের
আসনে বসাবি অঙ্গনে।

৮৪