পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెb* বন্দিনী রাজনন্দিনী এই সকল কথা চিন্তা করিতে করিতে ব্যথিত ললাটে হাত বুলাইবার জন্ত স্মিথের আগ্রহ হইল, কিন্তু সে হাত তুলিতে পারিল না ; তখন সে বুঝিতে পারিল—তাহার উভয় হস্ত রজুবদ্ধ করিয়া তাহকে শয্যায় ফেলিয়া রাখা হইয়াছে ! স্মিথ দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বলিল, “উঃ, লোকটা কি পিশাচ । আমার এইরূপ অসহায় অবস্থাতেও সে আমার হাত বাধিয়া রাখিয়াছে !” সংজ্ঞালাভের প্রায় একঘণ্টা পরে স্মিথ সেই শয়ন-কক্ষের দ্বার খুলিবার শব্দ শুনিতে পাইল। মুহূৰ্ত্ত পরে একটি প্রাচীন লোক তাহার শয্যাপ্রান্তে উপস্থিত হইল। স্মিথ তাহার পরিচ্ছদ দেখিয়াই বুঝিতে পারিল—লোকটা খানসামা । খানসামটি স্মিথকে সচেতন দেখিয় তাহার শয্যার উপর ঝুঁকিয় পড়িল, এবং তাহাকে কোন কথা না বলিয়া, তাহার উভয় হস্তের বন্ধন খুলিয়া দিল ; তাহার পর তাহাকে উঠিয়া বসিতে ইঙ্গিত করিল। স্মিথ বুঝিল—তাঙ্গর অবাধ্য হইয়া কোন লাভ নাই। বিশেষতঃ, অতঃপর তাহার ভাগ্যে কি ঘটে তাহা জানিবার জন্ত আগ্রহ হওয়ায়, সে উঠিয়া বসিল । খানসামাটা নিঃশব্দে স্মিথের দুই হাত ধরিয়া শয্যা হইতে তাহাকে নীচে নামাইল, এবং উভয় হস্তে তাহাকে শূন্তে তুলিয়৷ সেই কক্ষ হইতে অদূরবর্তী হল-ঘরে লইয়া গেল। বুদ্ধের অসাধারণ দৈহিক বলের পরিচয় পাইয়া স্মিথ বিস্মিত হইল। স্মিথ হল-ঘরে নীত হইলে, সুদীর্ঘ হলের এক প্রান্তে প্রশস্ত সোপানশ্রেণী দেখিয়া বুঝিতে পারিল, তাহার শয়নকক্ষটি দ্বিতলে অবস্থিত। খানসাম স্মিথকে সেই সিড়ি দিয়া নীচের তলায় লইয়া আসিল । নীচের তালাতেও প্রকাণ্ড হল ; সেই হলের এক প্রান্তে একটি কক্ষ । সেই কক্ষের দ্বার রুদ্ধ ছিল ; স্মিথ কক্ষটির রুদ্ধ দ্বারের নিকট দাড়াইয়া হলের যে সকল মহামুল্য আসবাব-পত্ৰ দেখিল—তাহাতেই তাহার ধারণা হইল—সেই সৌধের অধিস্বামী অসাধারণ ধনাঢ্য ব্যক্তি। লণ্ডনের অনেক লডের বাসগৃহ ও এরূপ মূল্যবান আসবাবে সজ্জিত নহে! প্রিন্স রাডিশ্লভ যে এরূপ ধনাঢ্য ব্যক্তি, স্মিথ পুৰ্ব্বে ইহা ধারণা করিতে পারে নাই।