পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম কল্প `ව কালী ছিটুকাইয়া প্রিন্স বার্কোর চোখে পড়িয়া তাহাকে প্রায় অন্ধ করিয়াছিল ; সেই অবস্থায় ললাটে প্রচও দণ্ডাঘাত লাভ করিয়া তাহার বাহঙ্গন বিলুপ্ত হইল। দারুণ যন্ত্রণায় আৰ্ত্তনাদ করিয়া, সে তাড়াতাড়ি বসিতে গিয়া চেয়ার সমেত হুড়মুড় করিয়া উটাইয়া পড়িল! প্রিন্স রাডিশ্লভ এই ব্যাপার দেখিয়া এরূপ হতভম্ব হইলেন যে, তিনি কি করিবেন তাহা হঠাৎ স্থির করিতে পারিলেন না। সেই সুযোগে স্মিথ মুহূৰ্ত্ত-মধ্যে ঘুরিয়া-দাড়াইয়া দেখিল—পূৰ্ব্বোক্ত চাকরটা ষাড়ের মত চিৎকার করিয়া তাহাকে ধরিবার জন্ত দ্বার-প্রান্ত হইতে দৌড়াইয়া আসিতেছে ! চাকরটা উভয় বাহু প্রসারিত করিয়া স্মিথকে ধরিতে আসিবামাত্র, স্মিথ সেই রুলগাছটা দুই হাতে মাথার উপর তুলিয়া, খানসামাজীর খোলা মাথায় প্রচণ্ডবেগে এক ঘা মারিল । সেই আঘাতে খানসামাটা বাপ বাপ শব্দে মেঝের উপর পড়িয়া কাটা কৈ মাছের মত ধড়ফড় করিতে লাগিল । প্রিন্স রাডিশ্লভ বুঝিলেন, এইবার তাহার পালা ! তিনি সভয়ে স্মিথের হাতের রুলের দিকে চাহিয়া তাড়াতাড়ি টেবিলের দেরাজ খুলিলেন ; কিন্তু তাহার দেরাজ হইতে পিস্তল বাহির করিবার পূৰ্ব্বেই স্মিথ দ্রুতবেগে সেই কক্ষের মুক্ত দ্বার দিয়া হল-ঘরে প্রবেশ করিল। সে যখন হল-ঘর হইতে বাহির হইয়া সুপ্রশস্ত আঙ্গিনায় লাফাইয়া পড়িল, সেই সময় প্রিন্স রাডিঙ্গভের পিস্তলের একটা গুলী তাহার মাথার উপর দিয়া উড়িয়াগিয়া গৃহ-প্রাঙ্গনস্থিত ফুলগাছের একটা টব চুৰ্ণ করিয়া ফেলিল । স্মিথ পশ্চাতে চাহিয়া দেখিল, প্রিন্স রাডিশ্নভ পিস্তল-হস্তে হল-ঘরের দ্বারে আসিয়া দাড়াইয়াছেন। রাজকুমারী নাতালীও জানালা দিয়া মুখ বাড়াইয়া স্মিথের পলায়ন দেখিতেছিল ; স্মিথ সেই জানালার পাশ দিয়া পলায়ন করিবার সময় নাতালীর মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত দেখিয়া অত্যন্ত উৎসাহিত হইল, এবং সেই সোধপ্রাঙ্গন পার হইয়া পথে যাইবার জন্ত প্রাণপণে দৌড়াইতে লাগিল। প্রিন্স রাডি বর্গ পুর্কে তাহ জানিতে পারে নাই। তাহার পিস্তলের আওয়াজ শুনিয়া, সদলে বারান্দায় দৌড়াইয় আসিল ; পাছে তাহদেরই কেছ আহত হয়, এই ゲ