পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ কম্প বান্দনী রাজনন্দিনীর মুক্তিলাভ মিঃ ব্লেক স্মিথকে গ্রেপ্যান্থারের পাশ্বে কম্বলের উপর শয়ন করাইলেন। কিছু কাল বিশ্রামের পর স্মিথ কথঞ্চিৎ মুস্থ হইয়া উঠিয়া বসিল, এবং লওনে মিঃ ব্লেকের নিকট বিদায় লইয়া পল্লী-ভ্রমণে বাহির হইবার পর পথে যে সকল ঘটনা ঘটিয়াছিল —আদ্যোপান্ত মিঃ ব্লেকের গোচর করিল। রাত্রি ক্রমেই গভীর হইতেছিল ; কিন্তু সে দিকে মিঃ ব্লেকের লক্ষ্য ছিল না—এতই তন্ময় চিত্তে তিনি স্মিথের বিচিত্র অভিযান-কাহিনী শ্রবণ করিতেছিলেন। সকল কথা শেষ করিয়া স্মিথ হাসিয়া বলিল, “আপনার নিকট ছুটী লইয়া পত্নীভ্রমণে বাহির হইবার পূৰ্ব্বে যদি ভিনিসিয়া হোটেলের সম্মুখে রাজকুমারী নাতালীকে প্রিন্স রাডিঙ্কভের মোটরগাড়ীতে দেখিতে না পাইতাম, এবং তাহার দুই দিন পরে তাহাকে একাকিনী ও বিপন্ন অবস্থায় আমার সাহায্য-প্রার্থনায় প্রান্তর-পথে আসিতে দেখিয়া চিনিতে না পারিতাম, তাহা হইলে আমাকে বোধ হয় এরূপ বিপদে পড়িতে হইত না । নাতালীর জন্ত আমি নিজের জীবন বিপন্ন করিলাম, আর সে প্রিন্স রাডিঙ্কভের লাইব্রেরীতে আমার সম্মুখে দাড়াইয়। অনায়াসে বলিল—সে আমাকে যে সকল কথা বলিয়াছিল তাহা সকলই মিথ্যা, মৌখিক ছলনা মাত্র –এই নিল্লঙ্গ মিথ্যা কথা শুনিয়া আমার বড়ই কষ্ট হইয়াছিল কওঁ৷ ” . মিঃ ক্লেক নিৰ্মাক ভাবে স্মিথের অস্তুত কাহিনী শ্রবণ করিতেছিলেন, কোন প্রশ্ন করিয়া তাহার গল্প-স্রোতে বাধা দান করেন নাই ; নাতালীর নিল্পজ ব্যবহারে স্মিথের মৰ্ম্মান্তিক আক্ষেপ শুনিয়াও তিনি কোন মন্তব্য প্রকাশ করিলেন ন, একটি সিগারেট ধরাইয়া লইয়া নিঃশব্দেখুমপান করিতে লাগিলেন। 動