পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ কল্প ১২৩ দুই বার ডিগ বাজী খেলিল, তাহার পর টেলিগ্রামখানি মিঃ ব্লেকের হাতে দিয়া বলিল, “এবার আমরা কিরূপ চাল চালিব কর্তা !” মিঃ রেক গম্ভীরভাবে টেলিগ্রামখানি লইয়া, তাহা সাবধানে ভাজ করিয়া পকেটে রাখিলেন ; তাহার পর ধীরে ধীরে বলিলেন, “আমরা অবিলম্বে প্রিন্স রাডিশ্নভের বাড়ীর নিকট উপস্থিত হইয়া, সঙ্গোপনে থাকিয়৷ সেই বাড়ীর উপর দৃষ্টি রাখিব। যদি কোন অসুবিধা না ঘটে, তাহা হইলে কাউন্ট বটােভস্কির জন্ত সেখানে অপেক্ষা করাই সঙ্গত হইবে ; তাহার দায়িত্ব-ভার তিনিই গ্রহণ করিতে পারিলে কাজের অনেক সুব্যবস্থা হইবে। কিন্তু যদি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে লইয়া আসিতে র্তাহার কিছু বিলম্ব হয়, তাহা হইলে অগত্য আমাকেই তাহার প্রতিনিধিস্বরূপ কাজ করিতে হইবে। যেরূপে হউক, বিবাহটী বন্ধ করাই চাই। আমি বিবি ফিল্পের কাছে তাহার জন্ত একখানি পত্র রাখিয়া যাইব । তিনি এখানে উপস্থিত হইবামাত্র বিবি ফিলপ সেই পত্র তাহার হস্তে প্রদান করিবে । আমরা কোথায় ষাইতেছি—পত্রে সেই সংবাদ দিব । তিনি কি উপায়ে শীঘ্র আমাদের নিকট উপস্থিত হইবেন—আমার পত্র পাঠ করিয়া তাহাও জানিতে পরিবেন। তাহার এখানে উপস্থিত হইতে সম্ভবতঃ বেলা তিনটা বাজিবে । আজই বিবাহ হইবে—ইহা তোমার কথা শুনিয়াই বুঝিতে পারিয়াছি ; আজ বিবাহ ন হইলে, কুটবুদ্ধি প্রিন্স রাডিশ্নভ আজই রাত্রে তোমাকে বিন-সৰ্ত্তে মুক্তি দানের প্রস্তাব করিত না । হা, আজই বিবাহ হইবে ; তবে কোন সময় বিবাহ হইবে—তাহাও জানা আবশ্লাক। কাউণ্ট বটোভস্কির সেখানে পৌছবার পূৰ্ব্বেই যদি বিবাহ আরম্ভ হয়, তাহা হইলে আমাকেই তাহা বন্ধ করিতে হইবে।” মিঃ ব্লেক বিবি ফিল্পের বসিবার ঘরে প্রবেশ করিয়া তাড়াতাড়ি একখানি পত্র লিখিয়া ফেলিলেন, এবং তাহ লেফাপায় পুরিয়া কাউণ্ট বটোভস্কির নাম লিখিয়া বিবি ফিল্পের হাতে দিলেন ; তাহাকে বলিলেন-কাউন্ট বটোভস্কি তাহার হোটেলে উপস্থিত হইবামাত্র পত্ৰখানি তাহাকে দিতে হইবে। অনন্তর মিঃ রেক বলিলেন, “এই পত্রে আমি কাউণ্ট বটোভস্কিকে লিখিলাম— তিনি এই পত্র পাঠ করিয়াই গ্রামের প্রধান পথ দিয়া টর পাহাড়ের দিকে অগ্রসর