পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ծՀb বন্দিনী রাজনন্দিনী প্রাণের মায়া থাকে, আমার হাতে মরিবার জন্ত আগ্রহ না হয়, তাহা হইলে সত্য বল বিবাহ আরম্ভ হইয়াছে কি না ?” । প্রহরী বলিল, “ই হুজুর ! কয়েক মিনিট পূৰ্ব্বে বিবাহ আরম্ভ হইয়াছে ; কিন্তু শেষ হইতে এখনও বিলম্ব আছে।” কাউণ্ট বটোভস্কি বলিলেন, “কোথায় বিবাহ হইতেছে ?” প্রহরী বলিল, “লাইব্রেরী-কক্ষে ।” প্রিন্স বটোভস্কি বলিলেন, “শীঘ্র আমাদিগকে সেই স্থানে লইয়া চল ।” প্রহরীকে তিনি ছাড়িয়া দিলে, সে ভয়ে ভয়ে লাইব্রেরী-অভিমুখে অগ্রসর হইল ; কাউন্ট বটোভস্কি, মিঃ ব্লেক স্মিগ ও কেলি সঙ্গ নিঃশব্দে তাহার অনুসরণ করিলেন । সুবিস্তীর্ণ হল-ঘরের এক প্রান্তে স্বপ্রশস্ত লাইব্রেরী সংস্থাপিত । সেই দিক হইতে লাইব্রেরীতে প্রবেশ করিবার জন্ত যে দ্বার ছিল তাহ রুদ্ধ থাকায় কাউন্ট বটোভস্কি সৰ্ব্বাগ্রে অগ্রসর হইয়া সেই দ্বারের হাতল ঘুরাইলেন ; মুহূর্বে দ্বার উন্মুক্ত হইল । লাইব্রেরী-কক্ষে মেহগ্নিকাষ্ঠনির্মিত একটি প্রকাও ডেক্সের সন্মুখে কয়েকজন সুবেশধারী সন্ত্রান্ত ব্যক্তি দণ্ডায়মান ছিলেন ; তাহদের মধ্যস্থলে সোনার জরীর কারুকার্য্য-শোভিত স্বলোহিত পরিচ্ছদধারী প্রিন্স বার্কে বধুবেশিনী সুসজ্জিতা রাজনন্দিগী নাতালীকে পাশে লইয়া দাড়াইয়া ছিল। রাজনন্দিনী নাতালীর দক্ষিণ পাশ্বে তাহার পিতৃব্য প্রিন্স রাডিশ্নভ আড়ম্বরপূর্ণ দরবারী পরিচ্ছদে ভূষিত হইয়া সগৰ্ব্বে দণ্ডায়মান ; প্রিন্স বার্কোর অন্ত ধারে রামালিয়ার রাজবংশীয় একটি কৃশ যুবক দণ্ডায়মান থাকিয়া বরকর্তার কর্তব্য সম্পন্ন করিতেছিল। পাদরীর ইউনিফৰ্ম্মধারী পুরোহিত মহাশয় তাহদের সন্মুখে দাড়াইয়া যথানিয়মে পৌরহিত্য আরম্ভ করিয়াছিলেন। মিঃ ব্লেক তাহার মুখের দিকে চাহিয়া চিনিতে পারিলেন–কিছুকাল পূৰ্ব্বে মোটরগাড়ীতে র্তাহারই সেখানে শুভাগমন হইয়াছিল। - কাউন্ট বটোভস্কি সদলে সেই কক্ষে প্রবেশ করিয়া পুরোহিতের মুম্পষ্ট