পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○ス বন্দিনী রাজনন্দিনী রাজকুমারি, তোমার আর কোন ভয় নাই ; তুমি আমার সঙ্গেই রামালিয়ায় ফরিয়া যাইবে । আমি তোমাকে এখানে রাখিয়া যাইব না ” তিনি রাজকুমারীর করটুম্বন করিয়৷ সরিয়া দাড়াইলেন; সেই সময় রাজকুমারীর দাসী অন্ত কক্ষ হইতে আসিয়া তাহাকে অভিবাদন করিল। কাউণ্ট বটোভস্কি তাহাকে কোন কথা বলিবার পূর্বেই মিঃ ব্লেক, স্মিথ ও কেলিকে সেই কক্ষ ত্যাগ করিবার জন্ত ইঙ্গিত করিয়া স্বয়ং প্রস্থানোন্তত হইলেন,—তাহ দেখিয়া কাউণ্ট বটাভস্কি তাহাকে বলিলেন, “না মিঃ ব্লেক, আপনি এখনই চলিয়া যাইবেন না । আপনার সঙ্গীদ্বয় এই কক্ষের বাহিরে অপেক্ষা করিলে ক্ষতি নাই ; কিন্তু আপনাকে এখন এখানে থাকিতেই হইবে। আমার কাজ এখনও শেষ হয় নাই।” 诛 米 来 , সেই কক্ষে প্রিন্স রাডিশ্নভ ভিন্ন তাহার দলের কাছাকেও থাকিতে দেওয়া টুইল না। পুরোহিত মহাশয় কাউন্ট বটােভস্কির ইঙ্গিতে তাহার পাজী পুথি ইয়াক পলায়তি স জীবতি এই মহাজন-বাক্যের সম্মান রক্ষা করিয়াছিলেন। কাউণ্ট বটোভস্কি রাজনন্দিনী নাতালীর রক্ষার ভার তাঙ্গর পরিচারিকার হস্তে ੋਤ করিয়া, তাহাদিগকে সেই কক্ষের এক প্রান্তে বসাইয়া রাখিলেন। তাহার পর প্রিন্স রাডিশ্লভের সহিত র্তাহার যে সকল কথার আলোচনা হইল, তাহী বাহিরের লোকের মধ্যে কেবল মিঃ রেকই জানিতে পারিলেন ; কিন্তু তিনি সে সকল কথা কোন দিন কাহারও নিকট প্রকাশ করেন নাই। প্রায় এক ঘণ্টা কাল গুপ্তকথার আলোচনার পর সকলে লাইব্রেরীর বাহিরে আসিলেন। প্রিন্স রাডিঙ্কভের অবস্থা তখন অত্যন্ত শোচনীয় ; তাহার মুখ বিবর্ণ, চক্ষুতে হতাশভাব পরিস্ফুট, সৰ্ব্বাঙ্গ আড়ষ্টপ্রায়। সেই এক ঘন্টার মধ্যেই তাহার বয়স যেন দশ বৎসর বাড়িয়া গিয়াছিল ।--তিনি লাইব্রেরী পরিত্যাগ করিয়া নিঃশব্দে দ্বিতলে প্রস্থান করিলেন । তখন অপরাহ কাল। সন্ধ্যাসমাগমের অল্পকাল পূৰ্ব্বে প্রিন্স রাডিশ্লভের সেই বৃহৎ মোটরগাড়ীখানি প্রাসাদম্বারে উপস্থিত হইয়া তিন বার বংশীধ্বনি করিল ; কয়েক মিনিট পরে প্রিন্স রাডিশ্লভ, প্রিন্স বার্কে, এবং তঁহাদের দলের ;