পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

×Ð8 বন্দিনী রাজনন্দিনী যায় নাই ; কারণ মি: ব্লেক কি একটা কথা জিজ্ঞাসা করিবার জন্ত তাহাকে দুইবার ডাকিয়া ও উত্তর পাইলেন না । তিনি পুনৰ্ব্বার অপেক্ষাকৃত উচ্চৈঃস্বার ডাকিলেন, “স্মিথ ” তথাপি স্মিথ নিরুত্তর ! মিঃ রেক সবিস্ময়ে তাহার মুখের দিকে দৃষ্টিপাত করিয়া, কণ্ঠস্বর সপ্তমে তুলিয়া, বলিলেন, “স্মিথ, ওখানে আছ কি ?” স্মিথ একখানি ফটো তাড়াতাড়ি কাগজের নীচে লুকাইয়া রাখিয়া লজ্জিত ভাবে বলিল, “কৰ্ত্ত, কি আমাকে ডাকিতেছিলেন ?”—ফটোখানি নাতালীর। সমাপ্ত রহস্য-লহরীর ১০৯নং সচিত্র উপন্যাস ডাক্তারের শয়তানী ডাক্তার সাটিরার লোমহর্ষণ বিস্ময়কর কাহিনী বানরের অদ্ভুত দস্থ্যবৃত্তি ! দুর্ভেন্ত ও দুৰ্ব্বোধ্য রহস্তের ভীষণ ঘূর্ণ্যাবৰ্ত্ত ! ( এই সঙ্গে প্রকাশিত হইল। )