পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

것이 বন্দিনী রাজনন্দিনী সেরূপ ষড়যন্ত্র কার্য্যে পরিণত করা অসম্ভব হইলেও, ইউরোপের প্রান্তস্থিত রাম লিয়ার স্তায় ক্ষুদ্র রাজ্যে, অথবা প্রাচ্য ভূখণ্ডের কোন রাজ্যে রাজনায়কগণের অভিষ্ট সিদ্ধির জন্য এরূপ ষড়যন্ত্র অসম্ভব মহে--ইন্স সে সহজেই বিশ্বাস করিল। সে জানি ৩—মধ্যযুগে ইউমোuসম নানা দেশে রাজ্যের অমাত্যেরা স্ব স্ব দলের প্রাধান্থ তক্ষুণ্ণ রাখিবার জন্ত সৰ্ব্বদাই এইয়াপ ষড়যন্ত্রে লিপ্ত থাকিত ; কিন্তু গৃহবিপ্লকে শোণিতপাতের যুগ বহু পূৰ্ব্বে অতীত হইয়াছে। স্মিথ ভিনিসিয়া হোটেলের দ্বাররক্ষী ফিলিপসের নিকট রাজকুমারী নাতালীর পরিচয় শুনিয়া ফিলিপ সকে বলিয়াছিল—সে রামালিয় রাজ্যের একআধটু খবর রাখে। এ কথা মিথ্যা নহে। মিঃ ক্লেক কয়েক বৎসর পূৰ্ব্বে একটা ফেরার আসামীর সন্ধানে রামালিয়ায় গমন করিয়াছিলেন, এবং স্মিথকেও সঙ্গে লইয়৷ ছিলেন। তাহার সেখানে কয়েক দিন মাত্র বাস করিলেও, রামালিয়ার স্মৃতি স্মিথের মন হইতে বিলুপ্ত হয় নাই । সেই ক্ষুদ্র রাজ্যের সকল কথাই তাঙ্গর মনে পড়িল । সুদৃঢ় প্রাকার-বেষ্টিত প্রাচীন রাজধানী, সঙ্কীর্ণ ও বন্ধুর পথগুলি, রাজধানী সন্নিহিত, গিরিশিখরে অবস্থিত সমুচ্চ দুর্গ, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম, জনকোলাহল-মুখরিত নগর, শুামল শস্তরাশি সমাচ্ছন্ন সুদৃপ্ত প্রান্তর, সুস্থ ও সবলকায় গেম্যোদি পশুর পাল, এব: কৃষিকৰ্ম্মনিরত শান্তস্বভাব কৃষকগণের প্রফুল্ল মুখ—একে একে তাহার মনে পড়িল । স্মিথ মিঃ ব্লেকের সহিত যখন রামালিয়া রাজ্যে উপস্থিত হইয়াছিল, সে সময় সেখানে শান্তি ও শৃঙ্খলা অব্যাহত ছিল। রাজা ক্ষুদ্র হইলেও প্রজাপুঞ্জের অবস্থা উন্নত ছিল ; রাজ্য মধ্যে অসন্তোষ বা অন্তবিপ্লবের চিহ্মাত্র ছিল না । স্মিথের মনে হইল—সেই এক দিন, আর এই এক দিন । আজ সেই মুখ শান্তি কোথায় ? সেই রামালিয়া রাজ্যের সর্বশ্রেষ্ঠ নারী রাজনন্দিনী নাতালী আজ সুদূর ইংলণ্ডের পশ্চিম প্রান্তের নির্জন প্রান্তরে বন্ধুহীন, আশ্রয়হীন, নিঃসম্বল অবস্থায় হতাশ ভাবে ঘুরিয়া বেড়াইতেছে ! এই বিশাল জগতে আজ তাহার মাথা রাখিবার স্থান নাই ; তাহাকে সাহায্য করিবার লোক নাই !—রাজনন্দিনীর দুঃখ কষ্টে স্মিথের হৃদয় করুণায় ভরিয়া উঠিল; তাহার মনে হইল—সে পথপ্রান্তস্থ তৃণশয্যায় শয়ন করিয়া নিদ্রাঘোরে স্বপ্ন দেখিতেছে! নিদ্রাভঙ্গে যেন সে দেখিবে সমস্তই মিথ্যা, মরীচিকার