পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম কল্প ミ> ভ্রান্তি, কেহ কোথাও নাই –কিন্তু রাজকুমারী নাতালী যে তখনও তাহার সম্মুখে সশরীরে দণ্ডায়মান ; তাহার মুখ মলিন, চক্ষু ছুটি ছল ছল করিতেছে ; বিপদ-সমুদের B BBBBB BBB BBSBB BS SSBBB S AggTSB BBB ত;ঙ্গকে শান্ত করিবে ? কি উপায়ে তাহাকে সাহায্য করিবে ? অথচ সেই অসঙ্গয় বিপন্ন তরুণীকে সেই জনহীন বিশাল প্রান্তরে একাকিনী রাখিয়া চলিয়া যাওয়াও ত তাহার অসাধ্য। স্মিথ দীর্ঘকাল চিন্তার পর মাথা তুলিয়া নাতলীকে বলিল, “যদি আপনার নিকট যথেষ্ট টাকা থাকিত, তাহা হইলে আপনি কি করিতেন ?” নাতালী বলিল, “তাহা হইলে ? --তাঙ্গ ভইলে আমি কোন নিরাপদ স্থানে আশ্রয় লইয়৷ কিছুদিন সেখানে লুকাইয়া থাকিতাম ; কারণ আমি জানিতে পারিয়াছি, আমার কাক প্রিন্স রাডিশ্লভ এক সময় আমার পিতার আশ্রিত ও বিশ্বাসের পাত্ৰ থাকিলেও, এখন তিনি আমার শক্র হইয়া উঠিয়াছেন । স্বার্থসিদ্ধির জন্ত তিনি বিরুদ্ধ দলের সহিত যোগদান করিয়া প্রিন্স বার্কোর নিকট আমাকে বিক্রয় করিতে উদ্যত হইয়াছেন । ইহার অর্থ, আমাকে জাম্মানীর ইঙ্গিতে পরিচালিত হইতে হইবে ; কারণ প্রিন্স বার্কে জাৰ্ম্মানীর হস্তের ক্রীড়া-পুত্তলিক । ( For Prince Berko is but an echo of Berlin ) Ri, sffr Ezț¢Tā sfēres বিশ্বাস করিতে পারি না। তবে একজনকে সম্পূর্ণ বিশ্বাস করি ; কিন্তু এখন তিনি রামালিয়ায় । যদি আমি কয়েক দিনের জন্ত কোন নিরাপদ স্থানে লুকাইয় থাকিতে পারিতাম, তাহা হইলে টেলিগ্রাম করিয়া আমার শোচনীয় অবস্থার কথা তাঙ্গকে জানাইতাম ; আমার সৰ্ব্বনাশের জন্ত প্রিন্স রাডিশ্নভ কিরূপ সড়যন্ত্র করিয়াছেন, তাহা জানিতে পারিলে তিনি নিশ্চয়ই আমার উদ্ধারের ব্যবস্থ৷ করিতেন। তিনি আমার পরম হিতৈষী—এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই । তিনি প্রিন্স বার্কের সহিত আমার বিবাহের প্রস্তাবের নিশ্চয়ই সমর্থন করিবেন না ; রাজনৈতিক কারণে এই বিবাহে তাহার সম্পূর্ণ অমত । তিনি জাৰ্ম্মানীকে অন্তরের সহিত স্থণা করেন, এবং প্রিন্স বার্কে জাৰ্ম্মানীর গতের পুতুল—এইজন্ত সে-ও তাঙ্কণর বৃণা ও অবজ্ঞার পাত্র।” 聪