পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8 বন্দিনী রাজনন্দিনী ধারণা সত্য নহে। আপনাকে কি কৌশলে কোন নিরাপদ স্থানে লইয়া গিয়া লুকাইয়া রাখিতে পারি—তাহাই চিন্তা করিতেছিলাম। আমার মাথায় একটা ফীর উদয় হইয়াছে। আপনার কথা শুনিয়া বুঝিয়াছি-আপনি কোন নিরাপদ স্থানে লুকাইয়া থাকিয়া, রামালিয়। রাজ্যের অধ্যক্ষ সভার সভাপতি কাউণ্ট বটোভস্কিকে আপনার বিপদের সংবাদ জানাইবেন, ইঙ্গই আপনার ইচ্ছা ; কেমন সত্য কি না ?” নাতলী বলিল, “হা, এইরূপই ইচ্ছা আছে বটে ; কিন্তু এই ইচ্ছা কার্য্যে পরিণত করিবার সুযোগ পাইব কি না জানি না।” - স্মিথ বলিল, “ভবিষ্যতের গর্ভে কি আছে—তাঙ্গ পূৰ্ব্বে অনুমান করা অসম্ভব ; তবে আপনার ইচ্ছা কার্য্যে পরিণত করিতে হইলে দুই তিন সপ্তাহ আপনাকে লুকাইয়া থাকিতে হুইবে ; কারণ আপনার নিকট হইতে সংবাদ পাইয়া কাউণ্ট বটোডঙ্কি আপনার রক্ষার সুব্যবস্থা করিতে পারিলেও তাঙ্গ সময়সাপেক্ষ । কিন্তু আমার বিশ্বাস, এই দুই তিন সপ্তাহ আমি আপনাকে লুকাইয়া রাখিবার ব্যবস্থা করিতে পারিব । রাজকুমারী, আপনি যদি—” নাতলী বাধা দিয়া বলিল, “আপনি এখন আমাকে রাজকুমারী বলিয়া সম্বোধন করিবেন না, ঐ সম্বোধন এখন বিদ্রুপের মত গুনায় । আপনি আমাকে নাতালী বলিয়া ডাকিবেন।” স্মিথ গসিয়া বলিল, “বেশ, তাহাই হইবে । এখন আমার ফন্দীটী শুকুন। আপনার সাহায্যের জন্ত যে ফন্দী আমার মাথায় আসিয়াছে—তাহতেই যে কাৰ্য্যসিদ্ধি হইবে—একথা বলিতে পারি না ; তবে আপাততঃ কয়েক দিন আপনি নিরাপদ হইতে পরিবেন। এই স্থান হইতে কয়েক মাইল দূরে পলমুর নামক পল্লীতে একটি হোটেল আছে ; আমার ইচ্ছা, আপনাকে সেই হোটেলে লইয় যাইব এবং আমার ভগিনী বলিয়া আপনার পরিচয় দিব। “পলমুরে উপস্থিত হইয়া আজ রাত্রেই মিঃ ব্লেকের নিকট টেলিগ্রাম পাঠাইবার সুযোগ হইবে কি না সন্দেহ ; কাল সকালে লণ্ডনে র্তাগর নিকট টেলিগ্রাম পাঠাইব, এবং তাঙ্গকে এখানে আসিতেও অনুরোধ করিব। আমার বিশ্বাস,