পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さや বন্দিনী রাজনন্দিনী গৃঙ্গত্যাগের অল্প কাল পরেই আমার কাকা প্রিন্স রাডিক্ষাভ বুঝিতে পারিয়াছেন— আমি পলায়ন করিয়াছি । সুতরাং আমাকে ধরিবার জন্ত তিনি যে চারি দিকে চর পঠাইয়াছেন এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নাই। তিনি আমাকে মুঠায় পুরিবার জষ্ঠ বৈধ বা অবৈধ সকল উপায়ই অবলম্বন করিবেন। আমার প্রতি স্নেহ বশতঃ তিনি আমাকে ফিরিয়া পাইবার জন্ত ব্যাকুল নহেন ; আমাকে ধরিয়া লইয়া গিয়া প্রিন্স বার্কের সহিত বিবাহ দিতে না পারিলে তাহার স্বার্থসিদ্ধি হইবে না বলিয়াই তিনি ভয়ঙ্কর ব্যস্ত হইয়া পড়িয়াছেন, ইহা বেশ বুঝিতে পারিতেছি ।—আপনি আমাকে সাহায্য করিলে নিশ্চয়ই বিপন্ন হইবেন । আপনার বিপদের আশঙ্কায় আপনার সাহায্য গ্রহণে আমি অসম্মত হইয়াছিলাম।” স্মিথ হাসিয়া বলিল, “আমার বিপদের আশঙ্কা আছে ? আপনার কথা শুনিয়া আনন্দিত হইলাম। বিপদে পড়াই যে আমার পেশা ! অনেক বার অনেক বিপদে পড়িয়াছি, কত বার মৃত্যুকবল হইতে উদ্ধার লাভ করিয়াছি ; আমাদের কি বিপদকে ভয় করিলে চলে ? এবার আপনাকে রক্ষা করিতে গিয়া একটা স্নাতন বিপদের সঙ্গে যুদ্ধ করিয়া দেখি—জয়লাভ করিতে পারি কি না ! আমার মনিব মিঃ ব্লেককে ও আমাকে মৃত্যুর জন্ত সৰ্ব্বদাই প্রস্তুত থাকিতে হয়। আশা করি আপনার কাকা-সেই চতুর প্রিন্সটিকে চালবাজিতে পরাস্ত করিতে পারিব। পরমেশ্বর আমার এই সৎ কার্য্যে সঙ্গয়তা করিবেন। তাঙ্গর সাহায্যে ক্ষুদ্র ও দুৰ্ব্বল ব্যক্তি ও অসাধ্য সাধন করিতে পারে।” এই সকল কথা বলিতে বলিতে স্মিথ তাহার মোটর-সাইকেল পথের মধ্যস্থলে আনিয়া, সাইকেলের কল-কব্জা প্রভৃতি পরীক্ষা করিল ; তাহার পর মোটর-সাইকেলের পাশে যে গাড়ী সংযুক্ত ছিল, নাতালীকে তাঙ্গতে উঠিয়া বসিতে ইঙ্গিত করিল। স্মিথ সাইকেলে উঠিবার পুৰ্ব্বে একবার চতুর্গিকে দৃষ্টিপাত করিল। তখন সূৰ্য্য অস্তমিত হইয়াছিল ; তাঙ্গর লোচিতালোকের চিহ্ন পৰ্য্যন্ত অদৃগু হইয়াছিল, এবং সেই বিশাল প্রান্তরের প্রাস্তবত্তী অরণ্যশ্রেণী ধূসর হইয়া উঠিয়াছিল। পথের কিছু দূরে কতকগুলি দীর্ঘ তৃণ ও গুল্ম ছিল ; স্মিথের মনে হইল—একজন মেষপালক সেই তৃণরাশির ভিতর হইতে চক্ষুর নিমেষে একটি গুন্মের আড়ালে