পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পাদকের বক্তব্য রহস্য-লহরী উপন্যাস-মালার চতুর্দশ বর্ষ পূর্ণ হইতে চলিল। ডাকমাণ্ডলের গর পূর্বাপেক্ষা দ্বিগুণ বদ্ধিত হইলে, আমরা দুই মাসের দুইখানি উপস্থাস এক ঙ্গে প্রকাশিত করিয়া, একত্র গ্রাহকগণের নিকট প্রেরণের ব্যবস্থা করিতে বাধা ইয়াছিলাম ; নতুবা প্রত্যেক পুস্তকের জন্ত রেজেষ্ট্রী-খরচা ( পূৰ্ব্বে সাঙ্গ লাগিত }া) ও ভিপি মনিঅৰ্ডারের কমিশন (পূর্বের তুলনায় এখন দ্বিগুণ) স্বতন্ত্র ভাবে দিতে হইত। কিন্তু এই নিয়ম প্রবদ্ভিত হইবার পর এ পর্য্যন্ত রহস্তলহরীর গ্রাহকগণ একবারও নিয়মিত সময়ে পুস্তক প্রাপ্ত হন নাই। দুষ্ট মাসের kানে কখন তিন মাস, কখন সাড়ে তিন মাস অন্তর এক একজোড়া উপন্যাস }াহকগণের হস্তগত হইয়াছে। যথানিয়মে পুস্তক প্রকাশিত না হওয়ায়, সম্বৎসরে বারখানির স্থলে আট নাথানির অধিক পুস্তক প্রকাশিত হয় নাই। গ্রাহকগণ বৎসরে তিন চারিখানি পুস্তক কম পাইয়াছেন ; আমরা ও প্রতি বৎসর তিন চারি থানি পুস্তকের মূল্যে বঞ্চিত হইয়াছি। এই ক্ষতি অল্প নহে। ইহার উপর এইরূপ অনিয়মিত ভাবে পুস্তক-প্রকাশে বিরক্ত হইয়া বহু গ্রাহক অসুযোগ করিয়া পত্র লিখিয়াছেন ; অনেকে গ্রাহক-তালিকা ইন্ডে তাহণদের নাম পৰ্য্যন্ত অপসারিত করিয়াছেন। রহস্য-লহরীর প্রতি গ্রাঙ্গক-গ্রাম্বিকাগণের সঙ্গতুভূতি ও অনুকম্পার অভাব নাই, পুস্তক ছাপাইয়া পাঠাইলেই তাহার মূল্য দিয়া গ্রহণ করেন ; তথাপি তাহা আমরা নিয়মিত সময়ে প্রকাশের ব্যবস্থা করিতে পারি নাই । এজন্ত গ্রাহকগণ অসন্তুষ্ট হইয়াছেন ; আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছি। এই ক্ষতির জন্ত প্রধানতঃ প্রেসই দায়ী ! পাঠক পাঠিকাগণের মনোরঞ্জনের জন্য রহস্য-লহরীর উপন্যাসসমূহের পাণ্ডুলিপি নিয়মিত ভাবে প্রস্তুত রাখিতে আমরা কোনও দিন ঔদাসীন্ত প্রকাশ করি নাই ; প্রেসের ক্রটতে অনেকগুলি পুস্তক tথাসময়ে ছাপা না হওয়ায়, তাহদের পাণ্ডুলিপিগুলি সঞ্চিত রহিয়াছে। কলিকাতার যে প্রেসে এই সুদীর্ঘকাল “রহস্ত-লহরী ছাপা হইয়াছে, সেই প্রেস