পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo বন্দিনী রাজনন্দিনী হোটেলের ভোজন-কক্ষে ভোজন করিতে বসিল । পল্লীগ্রামের নগণ্য হোটেল হুইলেও আহাৰ্য্য দ্রব্যের ব্যবস্থা দেখিয়া স্মিথ আমন্দিত হইল। সারাদিন অনাচারে থাকিয়া নাতালী ক্ষুধায় কাতর হইয়াছিল। তাহার নিকট যে কিছু সম্বল ছিল, তদ্বারা একটি পান্থ-নিবাসে ( যেখানে পূৰ্ব্ব-রাত্রে সে আশ্রয় গ্রহণ করিয়াছিল ) যৎসামান্ত প্রাভাতিক খাদ্য সংগ্ৰহ করিয়াছিল; অপরাহ্লে স্মিথের দয়ায় মাঠে বসিয়া চায়ের সঙ্গে যাহ থাইতে পাইয়াছিল—ক্ষুধা নিবৃত্তির পক্ষে তাঙ্গ যথেষ্ট নহে। সুতরাং যে সকল খাদ্য তাঙ্গর স্পর্শেরও অযোগ্য, এই সঙ্কটকালে তাহাই ভোজন করিতে পাইয়া সে আপনাকে সৌভাগ্যবতী মনে করিল। মাংস, আলুর চপ, মোটা মোট রুট, টাটুকা মাথম, ও গাঢ় ক্ষীর তাগর অমৃতের স্তায় মুখরোচক মনে করিল। সাহারান্তে বাতায়নের নিকট বসিয়া স্মিথ নাতালীর সঙ্গিত গল্প আরম্ভ করিল। সেখানে অন্ত কোন লোক ছিল না, এজন্ত স্মিথ তাঙ্গর গোয়েন্দাগিরির গল্প আরম্ভ করিল ; এবং তাঙ্গকে ও মিঃ রেককে কত ভীষণ বিপদে পড়িতে হইয়াছিল, মৃত্যুকবল হইতে র্তাগরা কি আশ্চৰ্য্য উপায়ে উদ্ধার লাভ করিয়াছিলেন, তাহার দুই একটি বিবরণ শুনিয়া নাতালী স্তম্ভিত হইল। তাঙ্গর মনে হইল সেই সকল কাহিনী ঔপন্যাসিক ঘটনার স্তায় অদ্ভুত । মিঃ রেক যে অসাধারণ ব্যক্তি, নাতালীর মনে এই ধারণা বদ্ধমূল হইল, এবং তাছার আশা হইল—মিঃ ব্লেক চেষ্টা করিলে তাহার বিপদ দূর হইতে পারে ; কিন্তু মিঃ ব্লেক কি তাঙ্গকে তাহার অভিতাবক মিত্ৰবেশী প্রবল শক্রর কবল হইতে উদ্ধার করিতে পরিবেন ?—কোথায় রামালিয়া, আর কোথায় ইংলণ্ড । তাহার একমাত্র হিতৈষী বান্ধব কাউন্ট বটোভস্কি সুদূর রামালিয়া রাজ্যে থাকিয়৷ এই সঙ্কটকালে কিরূপে তাহাকে আশ্রয় দান করিবেন ?—প্রিন্স রাডিশ্লভ স্বার্থসিদ্ধির জন্ত তাঙ্গকে প্রিন্স বার্কোর হস্তে সমর্পণে কৃতসঙ্কল্প ; মিঃ ব্লেক এই বিবাহে কিয়াপে বাধাদান করিবেন ? রাভিশ্লভ তাহার অভিভাবক, মিঃ ব্লেক কি কৌশলে তাহাকে তাহার সঙ্কল্প-পথ হইতে প্রতিনিবৃত্ত করিবেন ? এই সকল কথা চিন্তা করিয়া নাতালী অত্যন্ত ব্যাকুল হইল ।—স্মিথ তাঙ্গর মনের ভাব বুঝিতে পারিয়া তাঙ্গকে যথাসাধ্য সাস্তুনা দানের চেষ্টা করিল ; তাঙ্গর পর তাহার আত্মকাঙ্গিনী শ্রবণ করিতে করিতে রাত্রি অধিক