পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి3 বন্দিনী রাজনন্দিনী নতমস্তকে স্বীকার করা নৈতিক অবনতি বলিয়াই তাহার ধারণ হইয়াছিল । নাতালী তাহার পিতৃব্য-পুত্ৰ বার্কে-সম্বন্ধে যে সকল কথা বলিয়াছিল—তাহ শুনিয়া বার্কের প্রতি স্মিথের মনে অত্যন্ত অশ্রদ্ধা ও বিরাগের সঞ্চার হইয়াছিল । তাহার ধারণা হইয়াছিল—বার্কে একটি অকালকুষ্মাণ্ড ; তাহার বয়স ত্রিশের অধিক না হইলে নানা কুক্রিয়ায় যৌবনেই সে জরাগ্রস্ত হইয়াছিল ; তাহার চক্ষু ছুটি ক্ষুদ্র, ও শয়তানীপূৰ্ণ ; মাথার চুলগুলি খাট করিয়া কাটা, এবং কদম্বকেশরের দ্যায় কণ্টকিত ; গোফ-জোড়াটা জাৰ্ম্মানীর কৈসারের গোফের মত আকর্ণপ্রসারিত। তাঙ্গর গালে প্রকাও ক্ষতচিহ্ল ; গোফ দিয়া তাহ ঢাকিবার চেষ্ট করিয়াও সে কৃতকাৰ্য্য হইতে পারিত না, এবং কাতলা মাছের মত প্রকাও হ৷ তাহার মুখাকৃতি অত্যন্ত বিকট করিয়া তুলিয়াছিল ! বার্কে জাৰ্ম্মান বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভ করিয়াছিল শুনিয়াও তাঙ্গর পাণ্ডিত্যে স্মিথের শ্রদ্ধ হয় নাই ; দেশ বিদেশের বড় লোকের ছেলেরা জাৰ্ম্মান বিশ্ববিদ্যালয়ে প্রেরিত হইয়া কি ভাবে বিদ্যালাভ করে--তাঙ্গা স্মিথের অজ্ঞাত ছিল না । তাহারা হিডেলবার্গের (Heidelberg) বিশ্ব-বিদ্যালয়েই অধ্যয়ন করুক, আর বন ( Boun ) বিশ্ববিদ্যালয়েই প্রেরিত হউক, তাহাদের শিক্ষার ফল সমানই হয় । জাৰ্ম্মানীর প্রতি নিদারুণ বিদ্বেষবশতঃ স্মিথ ভুলিয়া গিয়াছিল যে, যাহারা ফাকি দিতে চাঙ্গে, পৃথিবীর কোন বিস্তামন্দিরে তাহারা পণ্ডিত হইতে পারে না। যাঙ্গ হউক, বিস্কার্জন শেষ করিয়া প্রিন্স বার্কে জাৰ্ম্মানীর সমরকৌশল শিক্ষার জন্ত জাৰ্ম্মান-ফোঁজে প্রবেশ করিয়াছিল । সুতরাং জাৰ্ম্মানীর আদর্শই তাহার চরিত্রে প্রভাব বিস্তার করিয়াছিল। জাৰ্ম্মানীর কুলচুরে’ ( kultur ) হৃদয় পূর্ণ করিয়া, বার্কে ক্ষুদ্র রামালিয়া রাজ্যে প্রত্যাগমন করিয়াছিল, এবং জাৰ্ম্মান রাজনীতিকগণের হস্তের ক্রীড়া-পুত্তলিকা ইয়া, কৈসারের ইঙ্গিতে পরিচালিত হওয়াই সে জীবনের চরম সার্থকতা বলিয়া মনে করিত। সুতরাং প্রিন্স বার্কে কি চাল চালিতে উষ্ঠত হইয়াছিল, তাহ স্থি সহজেই বুঝিতে পালি। রাজকুমারী নাতালীর পিতার সহিত প্রিন্স বার্কোর পিতার যে