পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V)3 वन्निनौ द्वiखनन्निनौ পরিচালিত হইবে, এবং তাহার রাণীকে তাহার প্রত্যেক কার্য্যের সমর্থন করিতে বাধা করিবে। রাজকুমারী নাতালী ইংলণ্ডের এবং বুটশ রাজতন্ত্রের পক্ষপাতিনী হইলেও, রামালিয়ার রাজনীতি-ক্ষেত্রে বুটশ-প্রভাব-বিস্তারের সকল আশা অঙ্কুরেই বিনষ্ট হইবে। জাৰ্ম্মানীর আশা ছিল তাঙ্গর এই ষড়যন্ত্র ব্যর্থ হইবে না। রাজকুমারী নাতালী তাহার অভিভাবক প্রিন্স রাডিশ্লভের আদেশ শিরোধার্যা করিয়া প্রিন্স বার্কোর সহিত তাহার বিবাহের প্রস্তাবে সম্মত হইলে, জাৰ্ম্মান রাজনীতিকগণের কূট কৌশল সফল হইত ; কিন্তু রাজকুমারী নাতালী তাঙ্গর স্বার্থপর পিতৃব্যের প্রস্তাবে কর্ণপাত করিল না। অবশেষে প্রিন্স রাডিশ্নভ তাঙ্গকে তাঙ্গর অসম্মতিতেই প্রিন্স বার্কৈার হস্তে সম্প্রদান করিতে উদ্যত তইলে, সে আত্মরক্ষণর কোন উপায় না দেখিয়া গোপনে পলায়ন করিয়াছিল। কাউণ্ট বটোভস্কি এই সময় রামালিয় রাজ্যের শাসন-পরিষদের সভাপতি ছলেন ; রাজার অভাবে তিনিই তখন রাজ্যের কর্ণধার। তিনি জাতিতে রুসিয়ান ইলেও আবাল রামলায় প্রতিপালিত। রামালিয়াকে তিনি তাঙ্গর জন্মভূমির ন্তায় ভাল বাসিতেন ; তাহার স্বাতন্ত্র্যরক্ষণই তাহার জীবনের ব্রত ছিল । তিনি নাতালীর পিতার পরম বন্ধু ছিলেন ; নাতালীকে তিনি কন্যার দ্যায় স্নেহ করিতেন, এবং তাঙ্গর স্বর্থরক্ষার জন্ত জীবন উৎসর্গ করিতেও কুষ্ঠিত ছিলেন না। এরূপ কৰ্ত্তব্যনিষ্ঠ, মহৎ চরিত্র রাজপুরুষকে প্রলোভনে বশীভূত করা জাৰ্ম্মানীর অসাধা হইয়াছিল। তাহার কর্তব্যজ্ঞান ও চরিত্রের দৃঢ়তার, রামালিয়ার কল্যাণ, পূৰ্ব্বগৌরব, ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিবার জন্ত র্তাহার আন্তরিক চেষ্টা যত্ন ও পরিশ্রমের পরিচয় পাইয়া কেহুই তাহার প্রতিকূলতাচরণ করিতে সাহস করিত না । প্রিন্স রাডিশ্নভ ও প্রিন্স বার্কে তাঙ্গর অক্ষুন্ন প্রভাব প্রতিপত্তি দেখিয়া ঈর্ষান্নিত হইলেও তাহাকে ভয় করিয়া চলিতেন ; হীন র্যড়যন্ত্রে তাহার সাধু সঙ্কল্প ব্যর্থ করিবার চেষ্টা করিলেও, র্তাহার কোন কার্য্যের প্রতিবাদ করিবার সাহস ও সামর্থ্য র্তাঙ্গদের ছিল না। এইজন্ত নাতালীর আশা হইয়াছিল—সে যদি কাউন্ট বটোভস্কিকে তাহার বিপদের কথা জানাইতে পারে, এবং প্রিন্স রাডিশ্লভ তাড়াতাড়ি গোপনে তাহাকে প্রিন্স