পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○Wり বন্দিনী রাজনন্দ্রিনী —ইহা সে বিশ্বাস করিতে পারিল না। সুতরাং মিঃ ব্লেকের সহায়তা লাভের জন্ত স্মিথ অধীর হইয়া উঠিল। সে স্থির করিল—পরদিন প্রভাতেই সে মিঃ রেককে সেখানে আসিবার জন্ত টেলিগ্রাম করিবে ; অবস্থার গুরুত্ব বুঝিতে পারিলে তিনি নিশ্চয়ই সেখানে আসিবেন । র্তাহগর সহিত দেখা হইলে সে এই সকল দায়িত্বপূর্ণ কৰ্ত্তব্য সম্বন্ধে আলোচনা করিবে। স্মিথের আশা ছিল, মিঃ ব্লেকের সেখানে আসিতে দুই একদিন বিলম্ব হইলেও, সেই সময় পৰ্য্যন্ত সে রাজকুমারী নাতালীকে সেই হোটেলে লুকাইয়া রাখিতে পরিবে । তাহার পর মিঃ ব্লেক স্বয়ং দায়িত্বভার গ্রহণ কলিলে তাহার মাথার বোঝা নামিয়া যাইবে ।