পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীর কল্প 89. পথের ধূলা উড়াইয়া প্রচণ্ড ঝটিকার বেগে ধাবিত হইল। এক মিনিটে মাইল—কি বিপুল বেগ ! ভারতের কোন রেলপথে কোন মেল-ট্রেণ ও ঘণ্টায় "ট মাইল বেগে ধাবিত হয় না। এইরূপ বেগে চলিয়া ও স্মিথের আক্ষেপ দুর ইল না ; সে ভাবিল, এই লেজুড়টা না থাকিলে আমি ঘণ্টায় সত্তর মাইল বেগে য়া সেই সমাটর-কারখানির গতিরোধ করিতাম।”—কিন্তু তাহার এই দুঃসাহসের প্রশংসা করা যায় না। কারণ, সেই অশকাবাকা সঙ্কীর্ণ অসমান প্রান্তর-পথে তাহার মোটর-সাইক্লের বেগ ঘণ্টায় পঞ্চাশ মাইল ও যথেষ্ট বিপজ্জনক ; কিন্তু সে কথা তখন তাহার চিন্তা করিবার অবসর ছিল না। সে নাতালীর পিতৃব্যের শকট ধরিবার আশায় বম্ব শব্দে নির্দিষ্ট পথে অগ্রসর হইল। পথিকেরা দূর হইতে সবিস্ময়ে দেখিল—ঘূর্ণিবায়ুর একটা প্রচণ্ড আবৰ্ত্ত ধূলার ধ্বজ উড়াইয়া পথের উপর দিয়া মহাবেগে সম্মুখে ছুটিতেছে! স্মিথ এই ভাবে চলিয়া নাতালীর পিতৃব্যের মোটর-কারের অনুসরণ করিলেও, গহার মন নানা চিন্তায় ভারাক্রান্ত হইয়া উঠিয়াছিল। সে বুঝিয়াছিল—তাহার ঘাটেলে প্রত্যাগমনের অন্ততঃ পনের মিনিট পূৰ্ব্বে নাতালীর পিতৃব্য প্রিন্স রাডিঙ্গভ নাতালীকে হোটেল হইতে ধরিয়া লইয়া গিয়াছিলেন ; স্মিথ যেরূপ বেগে তাহার মোটরগাড়ীর অকুসরণ করিতেছিল—তাহতে শীঘ্রই তাহাদিগকে ধরিতে পরিবে ; কিন্তু তাহার পর সে কি করিবে, কি কৌশলে নাতালীকে তাহার পিতৃব্যের কবল হইতে উদ্ধার করিবে—সে তাহাই চিন্তা করিতেছিল। কিন্তু সে নাতালীর উদ্ধারের কোন সদুপায় স্থির করিতে পারিল না। স্মিথ ,জানিত—প্রিন্স রাডিশ্নভ রাজকুমারী নাতালীর বৈধ অভিভাবক ; legaily appointed guardian ) RTSH se afĒR EIFFTCH fers রাডিশ্লভের কার্য্যে হস্তক্ষেপণ করিবার তাহার কোন অধিকার ছিল না। রাজকুমারী নাতালী তখনও নাবালিকা ; এ জন্ত রামালিয়াতে হউক, আর ইংলণ্ডেই হউক, নাতালীর অভিভাবকের বিরুদ্ধাচরণ করিয়া তাহার কঠোর সঙ্কল্প সিদ্ধ হইবার সম্ভাবনা ছিল না। ইংলণ্ডের আইন প্রিন্স রাডিঙ্গভেরই পক্ষ সমর্থন করিবে । রামালিয়ার আইন অনুসারে নাবালিকা রাজকুমারীর উপর প্রিন্স রাডিঙ্কাভের যে