পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8や বন্দিনী রাজনন্দিনী হইলে কি এই বিবাহোৎসব রামালিয়ায় অনুষ্ঠিত হইত না ? রামালিয়ার প্রজাবর্গকে এই উৎসবানন্দে বঞ্চিত করিবার কারণ কি ? প্রিন্স বার্কেকে ইংলণ্ডে আনাইয়া, কি উদ্দেশ্যে তাহার সহিত গোপনে নাতালীর বিবাহ দেওয়া হইতেছে ? এই বিবাহে নাতালীর সম্মতি নাই, এ কথা সত্য ; কিন্তু প্রিন্স বার্কেকে ইংলণ্ডে আনাইরা তাঙ্গর সহিত গোপনে নাতালীর বিবাহ দেওয়ার ইহাই যে একমাত্র কারণ,—স্মিথ ইতা বিশ্বাস করিতে পারিল না। স্মিথের মনে আরও একটি প্রশ্নের উদয় হুইল । রামালিয়া রাজ্যের শাসন পরিষদের অধ্যক্ষ কাউণ্ট বটোভস্কি কি এ সকল কথা জানিতে পারিয়াছেন ? BB BBBB BB BBBB BBBB BBBB BBBB BB BBBB BBB সম্প্রদান করিতে উষ্ঠত হইয়াছেন, এ সংবাদ কি তাঙ্গন কর্ণগোচর হুইলাছে ? নাতালীর কথা শুনিয়া স্মিথের ধারণা হই ছিল—কাউণ্ট বটেভঙ্গি জাৰ্ম্মানীর পক্ষপাতী নহেন, এবং জাৰ্ম্মানী রামালিয়ায় আধিপতা বিস্তারের সুযোগ লাভ করিতে না পারে, ইতাই তাহার আন্তরিক ইচ্ছা । সুতরাং জাৰ্ম্মানীর হস্তের ক্রীড়াপুত্তলিকা প্রিন্স বার্কোর সঙ্গিত রামালিয়ার রাজকুমারীর বিবাহের প্রস্তাবে তিনি সম্মতি দান করিবেন-ইঙ্গ সম্পূর্ণ অসম্ভব বলিয়াই স্মিথের বিশ্বাস হুইল । কাউণ্ট বটোভস্কি যে ইংরাজের পক্ষপাতী, এ বিষয়ে স্মিথের সন্দেহ ছিল না ; কারণ ইংরাজ জাতির প্রতি র্তাঙ্গর শ্রদ্ধা ও বিশ্বাস না থাকিলে তিনি নাতালীকে শৈশবকালে ইংলণ্ডে পাঠাইয়া, সেই দেশেই তাতার শিক্ষাদানের ব্যবস্থা করিতেন না ; জাৰ্ম্মানী রামালিয়ার অদূরে অবস্থিত ; জাৰ্ম্মানীর প্রতি র্তাহার শ্রদ্ধা ও বিশ্বাস থাকিলে তিনি নাতালীকে বালিনে বা জাৰ্ম্মানীর অন্ত কোন নগরে রাখিয়া তাঙ্গর শিক্ষাদানের ব্যবস্থা করিতেন । প্রিন্স বার্কোর মত নাতলীকে ও জাৰ্ম্মানীর পক্ষপাভিনী করিতে কুষ্ঠিত হইতেন না ; কিন্তু তাঙ্গার ফল রামালিয়ার স্বাতন্ত্র্য রক্ষার অনুকুল হইবে না বুঝিয়াই তিনি নাতালীকে জাৰ্ম্মানীর প্রভাব হইতে দূরে রাখিয়াছিলেন। এখন জাৰ্ম্মানীর ক্রীতদাস প্রিন্স রাডিশ্নভ র্ত্যতার সঙ্কল্প ব্যর্থ করিতে উদ্যত হইয়াছেন ; রাডিশ্লভ স্বাথ সিদ্ধির জন্য এবং কাউণ্ট বটোভস্কির প্রাধানা নষ্ট করিবার অভিসন্ধিতেই রাজকুমারী নাভালীর অনস্থায়,