পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

负8 বন্দিনী রাজনন্দিনী শাসন-পরিষদের সভাপতি কাউণ্ট বটোভস্কি বৃটিশ পররাষ্ট্র বিভাগে যে পত্র প্রেরণ করিয়াছিলেন, সেই পত্র তখন পর্য্যন্ত বৃটিশ পররাষ্ট্র সচিবের হস্তগত হয় নাই ; কিন্তু তাতা বৃটিশ পররাষ্ট্র আফসে উপস্থিত হইলে প্রিন্স রাডিয়াভের গুপ্ত ষড়যন্ত্র ব্যর্থ হইবে, প্রিন্স বার্কোর সহিত নাতালীর বিবাহ দেওয়া অসম্ভব হইবে ;---অথচ বিবাঙ্গটা তাড়াতাড়ি শেষ হইলে কাউণ্ট বটোভস্কির সতর্কত নিস্ফল হইবে। ইহা বুঝিয়াই প্রিন্স রাডিশ্লভ গোপনে অত্যন্ত তাড়াতাড়ি কাউন্ট বার্কোর সহিত নাতালীর বিবাহ শেষ করিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। তিনি রামালিয়া হইতে সংবাদ পাইয়াছিলেন, কাউন্ট বটােভঙ্গি এই বিবাহ বন্ধ করিবার জন্ত যথাসাধ্য চেষ্টা করিতেছিলেন। তাহার পত্র বৃটিশ পররাষ্ট্র সচিবের হস্তগত হইবামাত্র এই বিবাহ বন্ধ করিবার জন্ত তিনি আদিষ্ট হইবেন ; সেই আদেশ অগ্রাহ করা যে তাঙ্গর অসাধ্য-—তাত তিনি জামিতেন। কিন্তু এই বিবাহ বন্ধ হইলে তাহার সকল আশা বিলুপ্ত হইবে, তাহার গুপ্ত ষড়যন্ত্র ব্যর্থ হইবে ; এইজন্ত তিনি প্রতিজ্ঞ করিয়াছিলেন, বৃটিশ সরকারের নিষেধাজ্ঞা পাইবার পূৰ্ব্বে, যেরূপেই হউক, তিনি নাতালীকে প্রিন্স বার্কোর হস্তে সসপণ করিবেন।--বলা বাহুল্য, স্মিথ এসকল কথা জানিত না । 甲 স্মিথকে মোটর-সাইক্লে তাহার অনুসরণ করিতে দেপিয়া প্রিন্স রাডিঙ্গভের আশঙ্কা হইয়াছিল—সেই দুৰ্ব্বিনীত দুঃসাহসী যুবক তাহার অন্ত কোন অনিষ্ট করিতে সমর্থ না হইলেও, তাহার গুপ্ত অভিসন্ধি জানিতে পারিয়া এরূপ কোন পন্থা অবলম্বন করিতে পারে—যাহার ফলে প্রিন্স বার্কোর সহিত নাতালীর বিবাছে হঠাৎ বিঘ্ন উপস্থিত হওয়া অসম্ভব নহে। সেই বিন্ন অতিক্রম করিতে যদি দুই একদিন বিলম্ব হয়, এবং সেই সময়ের মধ্যে বৃটিশ পররাষ্ট্র বিভাগ হইতে বিবাহের নিষেধাজ্ঞা প্রেরিত হয়, তাহা হইলে তাহার সকল চেষ্টা বিফল হইবে—সকল আশা বিলুপ্ত হইবে। এই সকল কথা চিন্তা করিয়া ক্রোধে প্রিন্স রাডিঙ্কভের চোপ মুখ লাল হইয়া উঠিল ; তিনি অতি কষ্টে আত্ম সংবরণ করিয়া সোফেয়ারকে পূর্ণবেগে শকট চালাইতে আদেশ করিলেন ; কিন্তু গাড়ী পূর্ণবেগে চলিয়াও স্মিথের দৃষ্টি অতিক্রম করিতে পারিল না ; উভয় শকটের ব্যবধান ক্রমেই হ্রাস হইতে লাগিল ।