পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q তৃতীয় কল্প ఆఁ মনোযোগের সহিত দেখিয়া লইলেন। মানচিত্রে এই পরীখানি চতুর্দিকস্থ প্রান্তর ও তন্মধ্যবর্তী বৃক্ষ গুল্মাদি পরিবেষ্টিত হইয়া বিলুবৎ প্রতীয়মান হইতেছিল। মানচিত্রে পলটর নামক পৰ্ব্বতটির অবস্থানভূমিও তিনি দেখিয়া লইলেন ; তাঙ্গর উচ্চতার পরিমাণও মানচিত্রে লিখিত ছিল। এই স্থানে আসিয়া তিনি পুনৰ্ব্বার গ্রে-প্যাস্থারের গতি অল্প পরিবৰ্ত্তিত করিলেন । অৰ্দ্ধঘণ্টা পরে বহু নিয়ে বাম দিকে পলমরের ভজনালয় তাহার দৃষ্টিগোচর হইল। তখন পর্য্যন্ত মিঃ ব্লেক তিন হাজার ফিট উদ্ধে ছিলেন ; এইবার তিনি দ্রুতবেগে দুই হাজার ফিট নামিয়া আসিলেন । তিনি ধরাতল হইতে হাজার ফিট উদ্ধে থাকিতেই প্রতিবিম্বদায়ক দপণের (reflecting mirror) histos Cofasa तृष्टि আকৃষ্ট করিয়া, টেলিফোনযোগে তাহাকে বলিলেন, “নীচে যে গ্রাম দেখিতেছ, ঐ গ্রামই আমাদের গন্তব্যস্থল। কোথায় নামিবার সুবিধা হইবে তাহা লক্ষ্য করিয়া আমাকে জানাও।” কেলি মাথা হেলাইয়া সম্মতিজ্ঞাপন করিল ; তাঙ্গার পর টেলিফোনের রিসিভার নামাইয়া-রাখিয়া চতুদিকে দৃষ্টিপাত করিতে করিতে দূরবীণের সাহায্যে সতর্কভাবে নিম্নস্থিত ভূখণ্ড পরীক্ষার পর টেলিফোনের সহযোগে মিঃ ব্লেককে বলিল, “ঐ গ্রামের এক মাইল উত্তরে একটি সমতল ক্ষেত্র দেখা যাইতেছে ; সেখানে কিছু কিছু গুল্ম আছে বটে, কিন্তু তাহা তেমন ঘনসন্নিবিষ্ট নহে । ওখানে একটু সাবধানে নামিলে আপনাকে বোধ হয় অসুবিধা ভোগ করিতে হইবে না।” মিঃ রেকও দূরবীণের সাহায্যে সেই স্থানটি দেখিয়া লইলেন। সমতল ক্ষেত্রে যে-সকল তৃণ-গুল্ম দেখিতে পাইলেন, তাহা তাঙ্গর অবতরণের প্রতিকূল গুইবে না বলিয়াই তাহার বিশ্বাস হইল ; এবং তিনি সেই স্থানের অবস্থা স্পষ্ট বুঝিতে না পারিলেও, কেবল দৃষ্টিশক্তির তীক্ষতার সাহায্যে ও অবতরণের ক্ষেত্ৰ-নিৰ্ব্বাচনে তাহার যে বহুদশিত ছিল তাঙ্গতে সম্পূর্ণ নির্ভর করিয়া, অবিলম্বে সেই স্থানেই অবতরণ করা কৰ্ত্তব্য মনে করিলেন । সুতরাং আর বিলম্ব না করিয়া তিনি ঘুরির ঘুরিয়া নামিবার জন্য প্রস্থত sērija ( he prepared for the volplane ) sfērā oră cat-oifigtā (t