পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় কল্প Woo করিয়া তাছার ঘরে ঢুকিয়াছে—সে বলিল, সেই যুবকই তাঙ্গকে কি একটা জিনিস লইতে পাঠাইয়াছে। এ সকল কি ব্যাপার বুঝিতে পারিতেছি না ! কিন্তু এই সকল কাণ্ড দেখিয়া আমার বড়ই ভয় হইয়াছে ; জানি ন! আমাকে কি ফ্যাসাদে পড়িতে হইবে ।” মিঃ ক্লেক হোটেলওয়ালীর কথার মন্ম বুঝিতে না পারিয়া আগ্রহ ভরে বলিলেন, “তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও—কাল সন্ধার পর যে যুবক তোমার হোটেলে বাসা লইয়াছিল—সে কি ছেয়ে-রঙ্গের মোটর-সাইক্লে আসিয়াছিল ? তাঙ্গার সেই সাইক্লের পাশে ছেয়ে-রঙ্গের একখান গাড়ী বাধা ছিল কি ?” হোটলওয়ালী বলিল, “ই মহাশয়, সে ছেয়ে-রঙ্গের মোটর-সাইক্লেই আসিয়াছিল বটে ; তাঙ্কণর পাশের গাড়ীতে বসীহয় তাহার ভগিনীকে ও আনিয়াছিল । সে ভিন্ন অন্ত কেহ আট দশ দিনের মধ্যে মোটর-সাইক্লে আমার হোটেলে আসে নাই ; কেবল আর একজন লোক আজ আর-একখান মোটর-সাইক্লে আসিয়া তাহার ঘরে ঢুকিয়াছে। তাহার সাইক্লথানি আমার বরানগর নীচে রাগিয়া আসিয়াছে—আপনি বোধ হয় তাহা দেখিয় থাকিবেন।” মিঃ ব্লেক বলিলেন, “যুবকটি তোমার পেটেলে মাসিয়া কি তাছাপ ভগিনীর জন্ত অন্ত একটি কুঠুরী ভাড়া করিয়াছিল ?” হোটেলওয়ালী বলিল, “ই মহাশয়, সে বলল ! তাঙ্গর ভগিনীর আসিবার কথা ছিল না, উঠাৎ তাঙ্গর সঙ্গে আসিয়া পড়িয়াছে, আর একখানি ঘর না পাইলে চলিবে না ; অগত্য আমি সেই মেয়েটার বাসের জন্ত তাড়াতাড়ি একখানি ঘর খালি করিয়া দিলাম। আজ সকালে যুবকটি যখন টেলিগ্রাফ অফিসে গিয়াছিল— সেই সময় একটা গুফো ভদ্রলোক মোটর-কারে আসিয়; সেই মেয়েটকে জোর করিয়া ধারয়া লইয়া গিয়াছে। মেয়েটি কি তাহার সঙ্গে যাইতে চায় ?—তাঙ্গকে কাধে করিয়া গাড়ীতে পুরিয়াই গাড়ী ছাড়িয়া দিল । আমি বাধা দেওয়ার চেষ্ট করিয়াছিলাম—কিন্তু সেই গুফো ডাকাতটা ধাক্কা-মারিয়া আমাকে ফেলিয়া দিয়াছিল! লোকটা দিনের বেলা ডাকাতি করিয়া গেল ! সোনা, রূপা নহে, মানুষ লুঠ ! যুবকটি টেলিগ্রাফ অফিস হইতে ফিরিয়া আসিয়া, আমার কাছে