পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কম্প স্মিথের উদ্ধার মিঃ ব্লেক চেতনা লাভ করিয়া দেখিলেন, একদল অপরিচিত লোক র্তাঙ্গর চারি দিকে দাড়াইয়া আছে। তাঙ্গদের মধ্যে তিনি হোটেলওয়ালী বিবি ফিল্পে ও নীল পরিচ্ছদধারী একজন গ্রাম্য কন্‌ষ্টেবলকেও দেখিতে পাইলেন। তিনি র্তাঙ্গর আততায়ী-নিক্ষিপ্ত ইষ্টকাঘাতে আঙ্গত হইয়া হোটেলের বাহিরে পথের উপর লুটাইয় পড়িলে, গেটেলওয়ালীর অনুরোধে কয়েকজন লোক র্তাহাকে তুলিয়া হোটেলের ভিতর লইয়া আসিয়াছিল । তাছারা তাঙ্গকে একথানি কোচে শয়ন করাইয় তাহার চেতন-সঞ্চারের চেষ্টা করিয়াছিল । খানিক ব্র্যাণ্ডি উদরন্থ হওয়ায় তিনি সংজ্ঞালাভ করিয়া উঠিয়া বসিলেন, এবং ললাটে গত বুলাইতে বুলাইতে সকল কথা স্মরণ করিবার চেষ্টা করিলেন। তিনি হোটেলের কোচের উপর কি জন্ত শায়িত ছিলেন, তাহার কপাল কাটিয়া রক্তপাত হইবারই বা কারণ কি, তাঙ্গ তৎক্ষণাৎ তাহার স্মরণ হইল না ; কিন্তু দুই এক মিনিট পরেই সকল কথা তাহার স্মরণ হওয়ায় তিনি হোটেলওয়ালী বিবি ফিলপেকে লক্ষ্য করিয়া ব্যগ্র ভাবে বলিলেন, “সেই গুণ্ডাটা কি পলায়ন করিয়াছে ?” হোটেলওয়ালী তাঙ্গর প্রশ্নের উত্তর দেওয়ার পূৰ্ব্বেই গ্রাম্য কন্‌ষ্টেবলটা তাহার সম্মুখে সরিয়া আসিয়া গম্ভীর স্বরে বলিল, “আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন মহাশয় । আপনি এই হোটেলে আসিয়া প্রায় আধ ঘণ্টা ধরিয়া যে হাঙ্গামা-হুজুত করিলেন—ইহার কারণ কি ? আপনি যে ভাবে এই হোটেলের শান্তিভঙ্গ ও ক্ষতি করিয়াছেন—সেজন্ত আপনি কৈফিয়ৎ দিতে বাধ্য । আপনি হোটেলের দোতলায় উঠিয়া বেপরোয় ভাবে গুলী চালাইয়া অত্যন্ত বে-আইনী কাজ করিয়াছেন ; এজন্ত আপনাকে শাস্তি পাইতে হইবে —আপনার কি বলিবার আছে বলুন।”