পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কল্প Ե"Ֆ) একজন পলাতক শক্ৰ কোন দিকে পলায়ন করিয়াছে—তাহা আকাশ হইতে দেখিতে হইবে।” ~ কেলি মিঃ রেককে কোন কথা জিজ্ঞাসা না করিয়া গ্রে-প্যাস্থারে তাঙ্গর আসনে বসিল ; মিঃ রেক দুই মিনিটের মধ্যে এরোপ্লেনখানি শূন্তে তুলিলেন। গ্রে-প্যাস্থার মুক্তপক্ষ শকুন্তের মত ঘুরিয়া ঘুরিয়া উৰ্দ্ধে উঠিতে লাগিল । কয়েক মিনিটের মধ্যেই এরোপ্লেন ঘুরিতে ঘুরিতে পাঁচশত ফিট উদ্ধে উঠিলে মি: ব্লেক গ্রে-প্যান্থীরকে পলটরের দিকে পরিচালিত করিলেন । মিঃ ব্লেক আরও অধিক উদ্ধে উঠিতে লাগিলেন ; মান-যন্ত্রে ( indicator ) বৃষ্টিপাত করিয়া যখন তিনি বুঝিতে পারিলেন—ধরাতল হইতে সহস্র ফিট উদ্ধে উঠিয়াছেন—তখন উৰ্দ্ধগতি রহিত করিয়া টর পর্বতের দিকে অগ্রসর হইলেন ; কয়েক মিনিটের মধ্যে গ্রে-প্যাস্থার উচ্চ গিরিশৃঙ্গের সন্নিকটে উপস্থিত হইল গ্রে-প্যান্থর যেরূপ বেগে উড়িতেছিল—তাহাতে টর-শৃঙ্গে তাহার ধাক লাগিবর সম্ভাবনা ছিল ; কিন্তু মিঃ ব্লেক পূৰ্ব্বেই সতর্ক হইয়াছিলেন। তিনি মানচিত্রে দেখিয়াছিলেন, টর-শৃঙ্গ প্রায় সাতশত ফিট উচ্চ ; এই জন্ত গ্রে-প্যান্থার সহস্র ফিট উৰ্দ্ধে পরিচালিত হইতেছিল । গ্রে-প্যান্থার টর পর্বতের শিখরদেশের উদ্ধে উপস্থিত হইলে, মিঃ ব্লেক ধীরে ধীরে সেই শৃঙ্গের চতুর্দিকে চক্রকারে ঘুরিতে লাগিলেন ; তাহার পর কলিকে টেলিফোনের রিসিভার তুলিয়া লইবার জন্ত ইঙ্গিত করিলেন। কেলি গহার আদেশ পালন করিলে, তিনি চোঙে মুখ লাগাইয়া বলিলেন, ( he poke into the tube ) “কাল-রঙ্গের একখান মোটর-সাইক্লের সন্ধানে রিতেছি। তুমি তীক্ষ দৃষ্টিতে চারি দিকে চাহিয়া দেখ, এবং উহা দেখিতে tাইলে কোন দিকে যায় তাহা লক্ষ্য কর।” কেলি মাথা হেলাইয়া সম্মতি জ্ঞাপন করিল ; তাহার পর দুরবীণটার দর্শনকন্দ্র ঠিক করিয়া লইয়া, পাহাড়ের চতুর্দিকস্থ প্রান্তর পরীক্ষা করিতে লাগিল । গ্র-প্যান্থার তখন এরূপ ধীরে উড়িতেছিল যে, যত দূর দৃষ্টি যায়—প্রান্তরের কোনও ংশ পরীক্ষা করিতে তাহার অসুবিধা বা কষ্ট হইল না। সে প্রথমে পূৰ্ব্ব দিকে