পাতা:বন্দিনী রাজনন্দিনী.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ কল্প Ե"Հ) মত অসমান ও আঁক-বাকী পথ দিয়া তাহার অনুসরণ করিতে হয় নাই । গ্রে-প্যান্থার আকাশে উড়িয়া সোজা পথে চলিয়া আসিয়াছে ; গগন-পথে তাহার গতি অব্যাহত, এতদ্ভিন্ন তাহার বেগ ও ঘণ্টায় একশত মাইল । সুতরাং আকাশ হইতে তাহার গতি লক্ষ্য করিতে আমার বিলম্ব হয় নাই।” মিঃ ব্লেক মনে মনে এই সকল কথার আলোচনা করিয়া সিদ্ধান্ত করিলেন— তাহার আততায়ী মোটর-সাইক্লের সাহায্যে পলায়ন করিলেও তখন পর্যান্ত তাহার অডিডীয় উপস্থিত হইতে পারে নাই । তিনি তখন গিরিশৃঙ্গের উদ্ধস্থিত বায়ুমণ্ডল ভেদ করিয়া উত্তর দিকে এরোপ্লেন পরিচালিত করিতেছিলেন ; যদি পলাতক পূৰ্ব্ব পশ্চিম বা দক্ষিণ দিকে গমন করিয়া থাকে, তাহা হইলে উত্তর দিকে এরোপ্লেন চালাইয়া কোনও ফল লাভ হইবে না, ইহা বুঝিতে পারিয়া অতঃপর তিনি কোন দিকে যাইবেন তাহাই চিন্তা করিতে লাগিলেন। তিনি দেখিলেন, পৰ্ব্বতের পাদমূল হইতে একটি প্রান্তর-পথ পশ্চিম দিকে প্রসারিত রহিয়াছে। তাহার আততায়ী যদি সেই পথে অগ্রসর হইয়া থাকে তাহা হইলে সেই দিকেই এরোপ্লেন পরিচালিত করা কৰ্ত্তব্য । এইরূপ স্থির করিয়া মিঃ ব্লেক এরোপ্লেনখনি সুরাইয়া লইয়া পশ্চিম দিকে চালাইতে লাগিলেন,এবং দূরবীণ সাহায্যে সেই দিকের পথ পরীক্ষা করিবার জন্ত কেলিকে ইঙ্গিত করিলেন । গ্রে-প্যান্থার বায়ুরাশি বিদীর্ণ করিয়া ঘণ্টায় নব্বই মাইল বেগে পশ্চিম দিকে ধাবিত হইয়াছে, বেগমনযন্ত্র (speed-indicator ) পরীক্ষা করিয়া ইহা তিনি বুঝিতে পারিলেন । কয়েক মিনিট পরে কেলি বহুনিয়ে প্রান্তর-পথে একটি ক্ষুদ্র গতিশীল পদার্থ দেখিয়া হাত তুলিয়া মিঃ রেককে ইঙ্গিত করিল ; ভাঙ্গর পর সে ধুলিসমাচ্ছন্ন শুভ্র প্রান্তর-পথের এক দিকে অঙ্গুলী প্রসারিত করিলে, মিঃ ব্লেক পদদ্বারা Cat-ristofola of 577-78 footax. Tifosi (Steadying the rudder-bar with his foot.) দূরবীণটি চোখের কাছে তুলিয়া ধরিলেন। মিঃ ব্লেক কেলির ইঙ্গিতানুযায়ী দুরবীণ খাটাইয় প্রান্তর-পথের এক স্থানে একটি ক্ষুদ্র পদার্থ দেখিতে পাইলেন ; কিন্তু তাহার আকার সুস্পষ্টরূপে র্তাহার দৃষ্টিগোচর না হওয়ায় তিনি তাহার দুরবীণের দর্শন-কেন্দ্র’ ঠিক করিয়া লইলেন।