এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
উৎসর্গ পত্র
পরমকল্যাণীয়া
শ্ৰীমতী ললিতা, শ্ৰীমতী উমা ও শ্ৰীমতী অপরাজিতা
করকমলেষু
তোদের মায়ের নিকট হইতে কোনরূপ শিক্ষালাভ করার সৌভাগ্য তোদের ঘটিল না। এক্ষণে তোদের জননীর সযত্ন সঙ্কলিত তোদের ‘জনক-ভূর' এই 'রন্ধন’খ'নি তোদের হাতে দিলাম; ইহা দ্বারা যদি কিছু শিখিতে নাও পারিস তথাপি ইহা হাতে লইলে ‘মা’র কথা মনে পরিবে। ইতি
দয়ারামপুর,
জেলা : রাজসাহী।
বৈশাখ, ১৩২৮ সাল
|
আশীর্ব্বাদ |