পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক মৃত্যু ভেদ করি’ দুলিয়া চলেচে তরী। । কোথায় পৌছিবে ঘাটে, কবে হবে পার, . সময় ত নাই শুধাখার । এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি" বাহিয়া চলিতে হবে তরী। টানিয়া রাখিতে হবে পাল, অঁাকড়ি ধরিতে হবে হাল ;– বঁচি আর মরি বাহিয়া চলিতে হবে তরী। এসেচে আদেশ— বন্দরের কাল হ’ল শেষ । অজানা সমুদ্রতীর, অজানা সে দেশ,— সেথাকার লাগি উঠিয়াছে জাগি ঝটিকার কণ্ঠে কণ্ঠে শূন্যে শূন্যে প্রচণ্ড আহবান। মরণের গান উঠেচে ধ্বনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর, যত পাপ, যত অমঙ্গল, సా(t 14