পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক আপদ আছে, জানি আঘাত আছে, তাই জেনে ত বক্ষে পরাণ নাচে, ঘুচিয়ে দে ভাই পুথি-পোড়োর কাছে পথে চলার বিধি-বিধান যাচা’ । আয় প্রমুক্ত, আয়রে আমার কাচা ! চিরযুবা তুই যে চিরজীবী। জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরাণ ছড়িয়ে দেদার দিবি । সবুজ নেশায় ভোর করেছিস্ ধরা, ঝড়ের মেঘে তেরি তড়িৎ ভরা, বসন্তেরে পরাস আকুল-কর আপন গলায় বকুল মাল্যগাছ, আয়রে অমর, আয়রে আমার কাচা ! ১৫ই বৈশাখ ১৩২১