পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোর চক্ষে এ নিখিলে দিকে দিকে তুমিই লিখিলে রূপের তুলিকা ধরি’ রসের মূরতি । সে প্রভাতে তুমিই ত ছিলে এ বিশ্বের বাণী মূৰ্ত্তিমতী । একসাথে পথে যেতে যেতে | রজনীর আড়ালেতে তুমি গেলে থামি’। তা’র পরে আমি কত দুঃখে সুখে রাত্রিদিন চলেচি সম্মুখে । চলেচে জোয়ার ভাটা আলোকে আঁধারে আকাশ-পাথরে ; পথের দু’ধারে চলেচে ফুলের দল নীরব চরণে বরণে বরণে ; সহস্রধারায় ছোটে দুরন্ত জীবন-নিঝরিণী মরণের বাজায়ে কিঙ্কিণী । অজানার-সুরে চলিয়াছি দূর হতে দুরে মেতেচি পথের প্রেমে । 〉ぬ বলাক