পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তোমার কীৰ্ত্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তব জীবনের রথ । পশ্চাতে ফেলিয়া যায় কীৰ্ত্তিরে তোমার বারস্বার । তাই চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই । যে প্রেম সম্মুখপানে চলিতে চালাতে নাহি জানে, যে প্রেম পথের মধ্যে পেতেছিল নিজ সিংহাসন, তা’র বিলাসের সম্ভাষণ পথের ধুলার মত জড়ায়ে ধরেচে তব পায়ে, _. দিয়েচ তা, ধূলিরে ফিরায়ে । সেই তব পশ্চাতের পদধূলি পরে : তব চিত্ত হ’তে বায়ুভরে কখন সহসা উড়ে পড়েছিল বীজ জীবনের মাল্য হ’তে খস । তুমি চলে গেচ দূরে, সেই বীজ অমর অস্কুরে উঠেচে অস্বরপানে, কহিছে গম্ভীর গানে— यऊ नृन्न फ्रांझे নাই নাই সে পথিক নাই । २६9