পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা রাজ-অন্তঃপুর হতে আনিলে বাহিরে গৌরবমুকুট ভব,—পরাইল সকলের শিরে যেথা যার রয়েচে প্রেয়সী রাজার প্রসাদ হতে দীনের কুটীরে ;– তোমার প্রেমের স্মৃতি সবারে করিল মহীয়সী। সম্রাটের মন, সম্রাটের ধনজন এই রাজকীর্তি হ’তে করিয়াছে বিদায় গ্রহণ। আজ সর্ববমানবের অনন্ত বেদন এ পাষাণ-সুন্দরীরে আলিঙ্গনে ঘিরে রাত্রিদিন করিছে সাধন । ৫ই পৌষ, ১৩২১ ७णांशंदर्णि