পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাক কি মোর শকতি আছে তোমারে যে দিৰ উপহার ? হোক ফুল, হোক ন গলার হার তার ভার কেনই বা সবে, একদিন যবে নিশ্চিত শুকাবে তারা মান ছিন্ন হবে । নিজ হ’তে তব হাতে যাহা দিব তুলি তা’রে তব শিথিল অঙ্গুলি যাবে ভুলি’,— ধূলিতে খসিয়া শেষে হ’য়ে যাবে ধূলি । তা’র চেয়ে যবে ক্ষণকাল অবকাশ হবে, বসন্তে আমার পুষ্পবনে চলিতে চলিতে অস্ত্যমনে অজানা গোপনগন্ধে পুলকে চমকি দাড়াবে থমকি, পথহারা সেই উপহার হবে সে তোমার । যেতে যেতে বীথিকায় মোর চোখেতে লাগিবে ঘোর,