পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Wり বিশ্বের বিপুল বস্তুরাশি উঠে অট্টহাসি’ ; ধূলা বালি দিয়ে করতালি নিত্য নিত্য করে নৃত্য দিকে দিকে দলে দলে ; আকাশে শিশুর মত অবিরত কোলাহলে । মানুষের লক্ষ লক্ষ অলক্ষ্য ভাবনা, অসংখ্য কামনা, রূপে মৰ্ত্ত বস্তুর আহবানে উঠে মাতি’ তাদের খেলায় হ’তে সাথী। স্বপ্ন যত অব্যক্ত আকুল খুজে মরে কূল ; অস্পষ্টেব অতল প্রবাহে পড়ি চায় এরা প্রাণপণে ধরণীরে ধরিতে 2 কাষ্ঠ লোষ্ট্রদূঢ় মুষ্টিতে, ক্ষণকাল মাটিতে তিষ্ঠিতে। বলাক