পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা তুমি ত গড়েচ শুধু এ মাটির ধরণী তোমার । মিলাইয়া আলোকে আঁধার । শূন্য হাতে সেথা মোরে রেখে হাসিছ আপনি সেই শূন্যের আড়ালে গুপ্ত থেকে। দিয়েচ আমার পরে ভার তোমার স্বর্গটি রচিবার। আর সকলেরে তুমি দাও। শুধু মোর কাছে তু ম চাও ! আমি যাহা দিতে পারি আপনার প্রেমে, সিংহাসন হ’তে নেমে হাসিমুখে বক্ষে তুলে নাও। মোর হাতে যাহা দাও তোমার আপন হাতে তা’র বেশি ফিরে তুমি পাও ! s ৪শে মাব, ১৩২১ পদ্মাতীর