পাতা:বলাকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বলাকা ভাবিস বসে’ যেদিন গেচে সেদিন কি আর ফিরবে ? সেই কৃলে কি এই তরী আর ভিড়বে ? ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না ; সেই কূলে আর ভিড়বে না। সামনেকে তুই ভয় করেচিস ! পিছন তোরে ঘিরবে: এমনি কি তুই ভাগ্যহার ? ছিড়বে বাধন ছিড়বে ! ঘণ্টা যে ঐ বাজ ল কবি, হোক রে সভাভঙ্গ ! জোয়ার-জলে উঠেচে তরঙ্গ ! এখনো সে দেখায় নি তা’র মুখ, তাই ত দোলে বুক ! কোন রূপে যে সেই অজানার কোথায় পাব সঙ্গ, কোন সাগরের কোন কূলে গো কোন নবীনের রঙ্গ ! ২৬শে মাঘ, ১৩২১ পদ্মাতীর b->