পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○や রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ ব্যাখ্যা।- শতকরা পচাত্তর ভাগ গণনায় ভগ্নাংশের ক্ষেত্রে শতকরা দশমিক পাঁচ শূন্যের কম ভগ্নাংশ হিসাবে নেওয়া হইবে না এবং শতকরা দশমিক পাঁচ শূন্য বা উহার বেশী ভগ্নাংশকে একক সংখ্যা ধরা হইবে।] ”মেয়র ও ৮। (১) মেয়র বা কোন কমিশনার পদে নির্বাচিত ব্যক্তি তাহার কার্যভার কমিশনারগণের শপথ গ্রহণের পূর্বে নিম্নলিখিত ফরমে সরকার কর্তৃক নির্ধারিত কোন ব্যক্তির সম্মুখে ১ে শপথ গ্রহণ বা ঘোষণা করিবেন ཨག ཤ་དང་། ཕོ། ྋགས་ཤཤར་ཝ་ལྷ་ཁུལ་(mཌ་ཝརྀ་ཨེ། ཚེ་ - রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র বা কমিশনার নির্বাচিত হইয়া সশ্রদ্ধচিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব এবং আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।] & (২) কোন ব্যক্তি উপ-ধারা (১) অনুযায়ী শপথ গ্রহণ বা ঘোষণা করিবার এবং শপথ পত্রে বা ঘোষণা পত্রে স্বাক্ষরদান করিবার পূর্বে যদি কমিশনার হিসাবে কোন কাজ করেন বা ভোটদান করার জন্য একশত টাকা করিয়া অর্থ দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং এই অর্থদণ্ড তাহার নিকট হইতে তাহার উপর এই আইনের অধীনে আরোপিত কর হিসাবে আদায়যোগ্য হইবে। ৯। মেয়রের শপথ- রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইনso ) এর ৮ ধারাবলে বিলুপ্ত | -. সম্পত্তি সম্পর্কিত Soし"* * * মেয়র এবং প্রত্যেক কমিশনার তাঁহার দায়িত্বভার গ্রহণের ঘোষণা পূর্বে তাহার এবং তাঁহার পরিবারের কোন সদস্যের স্বত্ব, দখল বা স্বাৰ্থ আছে এই প্রকার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির একটি লিখিত বিবরণ সরকার কর্তৃক N. Q -- ব্যাখ্যা।- পরিবারের সদস্য বলিতে মেয়র বা সংশ্লিষ্ট কমিশনারের স্বামী বা তন্ত্রী, এবং তাহার সংগে বসবাসকারী এবং তাঁহার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল s তাহার ছেলেমেয়ে, পিতা-মাতা ও ভাইবোনকে বুঝাইবে। (~ു "মেয়র ও কমিশনারগনের" শব্দগুলি কমিশনারগনের" শব্দগুলির পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত। & * উপ-ধারা (১) রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ৭ ধারাবলে {}- ಕ್ಷ್

  • “fisä” of “old” off offo á The Local Government Laws (Amendment) Act, 1990

(১৯৯০ সনের ৫৬ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত।

  • “সরকারী কর্মকর্তা/কমিশনার ব্যতীত” শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের

৯ নং আইন) এর ৯ ধারাবলে বিলুপ্ত।