পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ 〉のあ (চ) তিনি কর্পোরেশনের কোন কাজ সম্পাদনের বা মালামাল সরবরাহের জন্য ঠিকাদার হন, অথবা কর্পোরেশনে কোন বিষয়ে তাহার কোনরূপ আর্থিক স্বার্থ থাকে অথবা তিনি কর্পোরেশনের এলাকায় সরকার কর্তৃক নিযুক্ত কোন অত্যাবশ্যকীয় দ্রব্যের দোকানদার হন ; (ছ) তাহার নিকট সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ গৃহ নিৰ্মাণ SoFF FRST (Bangladesh House Building Finance Corporation), «Rossos কৃষি ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ সংস্থা (Investment Corporation of Bangladesh) assissi-fi কৃষি উন্নয়ন ব্যাংক হইতে গৃহীত কোন ঋণ মেয়াদোত্তীর্ণ অবস্থায় অনাদায়ী থাকে ; স্থলনজনিত অসদাচরণের দায়ে অপসারিত হন এবং তাহার অ তারিখ হইতে যদি পাচ বৎসর অতিক্রান্ত না হইয়া থাকে; (ঝ) তাহার নিকট এই আইনের অধীনে আরোপিত কর, রেট সেস, টােল অথবা ফি অনাদায়ী থাকে।] 1) ``ಿ o, No. (৩) কোন ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক ওয়ার্ডের কমিশনার হইবেন না। cò N (৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন ব্যক্তি একই সময়ে দুই বা ততোধিক ওয়ার্ড হইতে নির্বাচিত প্রার্থী হইতে পারবেন। তবে তিনি যদি একাধিক ওয়ার্ড হইতে নির্বাচিত হন, তাহা হইলে പ്പ് (১) তাহার সর্বশেষ নির্বাচনের সাত দিনের মধ্যে তিনি কোন ওয়ার্ডের একটি স্বাক্ষরযুক্ত ঘোষণা প্রদান করিবেন এবং তিনি অন্য যে সকল নির্বাচনী ওয়ার্ড হইতে নির্বাচিত হইয়াছিলেন, অতঃপর সেই সকল ওয়ার্ডের আসনসমূহ শূন্য হইবে: (২) প্যারাগ্রাফ (১) এর বিধান মান্য করিতে অসমর্থ হইলে, তিনি যে সকল Q ওয়ার্ড হইতে নির্বাচিত হইয়াছিলেন সেই সকল ওয়ার্ডের আসন শূন্য হইবে; এবং § SON . -- sò ད།།༽ -് * সেমিকোলন (:) দাড়ির ( ) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (ছ) রাজশাহী পৌর কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৮৮ (১৯৮৮ সনের ১১ নং আইন) এর ২ ধারাবলে সংযোজিত।

  • সেমিকোলন (:) দাড়ির (।) পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর দফা (জ) The Local Government Laws

(Amendment) Act, 1990 (১৯৯০ সনের ৫৬ নং আইন) এর ৭ ধারাবলে সংযোজিত। দফা (জ) এবং (ঝ) পূর্ববর্তী দফা (জ) এর পরিবর্তে রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) সনের ৯ নং আইন) এর ১২ ধারাবলে প্রতিস্থাপিত। আইন, ১৯৯৩ (১৯৯৩