পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎽᏬ রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ তৃতীয় পরিচ্ছেদ কর্পোরেশনের কার্যাবলী কর্পোরেশনের ২৭। বিধি এবং সরকার কর্তৃক সময় সময় প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, কর্তৃক অবশ্য সম্পাদনীয় কার্যাবলী সম্পাদন করিবে অন্যান্য কার্যাবলীও সম্পাদন করিতে পরিবে; এবং কর্পোরেশন কর্তৃক সম্পাদন ৯ করা যথাযথ বলিয়া সরকার কর্তৃক ঘোষিত হইলে অন্য যে কোন কাজও করিতে পারিবে । ് সরকারের নিকট ২৮। এই আইনে অথবা আপাততঃ বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই কর্পোরেশনের থাকুক না কেন, সরকার প্রয়োজনবোধে তৎকর্তৃক নিৰ্দ্ধারিত শর্ত সাপেক্ষে,কার্যাবলী হস্তান্তর, * ~ ইত্যাদি (ক) কর্পোরেশন কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কর্ম সরকারের ব্যবস্থাপনায় বা নিয়ন্ত্রণে এবং ১১ (খ) সরকার কর্তৃক পরিচালিত কোন প্রতিষ্ঠান বা কর্ম কর্পোরেশনের বাবা বালিং রশিদ পারে। নির্বাহী ক্ষমতা ২৯। (১) এই আইনের অধীনে যাবতীয় কার্যাবলী যথাযথভাবে সম্পাদনের জন্য প্রয়ােজনীয় সব কিছুকরিবার ক্ষমতা কর্পোরেশনের থাকিবে। (২) এই আইন এবং বিধিতে ভিন্নরূপ বিধান না থাকিলে, কপোরেশনের নির্বাহী ক্ষমতা মেয়রের উপর ন্যস্ত থাকিবে এবং এই আইন ও বিধি অনুযায়ী উহা মেয়র কর্তৃক প্রত্যক্ষভাবে অথবা * * * প্রধান নির্বাহী কর্মকর্তা বা মেয়রের নিকট হইতে ক্ষমতা প্রাপ্ত অন্য কোন কর্মকর্তা বা কর্মচারীর মাধ্যমে - ১ প্রযোজ্য হইবে। so (৩) কর্পোরেশনের নির্বাহী বা অন্য কোন কার্য কর্পোরেশনের নামে গৃহীত ് হইয়াছে বলিয়া প্রকাশ করা হইবে এবং উহা বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে S- প্রমাণীকৃত হইতে হইবে। -o নগরীকে জোনে শ২৯ক। (১) কর্পোরেশনের সুষ্ঠ প্রশাসন ও যথাযথ কার্য পরিচালনার “ང་རྩ་བར་ উদ্দেশ্যে সরকার নগরীকে প্রয়োজনীয় সংখ্যক জোনে বিভক্ত করিতে পারিবে । CŞ

  • “ডেপুটি মেয়র বা” শব্দগুলি রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর

২৩ ধারাবলে বিলুপ্ত।

  • ধারা ২৯ক রাজশাহী সিটি কর্পোরেশন (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ৯ নং আইন) এর ২৪ ধারাবলে

সন্নিবেশিত।