পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ Ο শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ (ণ) চিকিৎসা কর্মকর্তা; (ত) শরীর চর্চা পরিচালক; (থ) সংবিধি দ্বারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসাবে ঘোষিত অন্যান্য কর্মকর্তা। NQচ্যান্সেলর ১০। (১) প্রজাতন্ত্র বাসুদেশের রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের চারে - থাকিবেন এবং তিনি একাডেমীয় ডিগ্রী ও সম্মানসূচক ডিগ্ৰী প্রদানের সমাবর্তনত অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন। o o (২) চ্যান্সেলর ཨ༣ ཨ་རྩེད། ཤ ཨias ཨ་ཨཱ། ཨི་ཨཱི་ཨཱཿ ཨཱ་ལ་རྩ༔ ཨོཾ་ཡིག་གི་ হইবেন। o (৪) চ্যান্সেলরের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, কাজকর্ম চালু রাখার স্বার্থে প্রয়োজনীয় আদেশ ও নির্দেশ দিতে পরিবেন এবং অনুরূপ আদেশ ও নির্দেশ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলক হইবে এবং ভাইস-চ্যান্সেলর উক্ত আদেশ বা নির্দেশ কার্যকর করবেন।o S ভাইস-চ্যান্সেলরের ১১। (১) ভাইস-চ্যান্সেলর, চ্যান্সেলর কর্তৃক নির্ধারিত শর্তে, চার বৎসরের নিয়ে জন্য চ্যান্সেলর কর্তৃক নিযুক্ত হইবেন। o - (২) ছুটি, অসুস্থতা বা অন্য কোন কারণে ভাইস-চ্যান্সেলরের পদ শূন্য গ্রহণ করিবেন। ~ ཧྥུ་ཇི་ཧྥུ་ཀཱུ་བཱུན་བཱུ་བཱུམ་ ১২। (১) ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সার্বক্ষণিক প্রধান একাডেমীয় ཝལ་མཁན་ ও নির্বাহী কর্মকর্তা হইবেন। so (২) ভাইস-চ্যান্সেলর তাহার দায়িত্ব পালনে চ্যান্সেলরের নিকট দায়ী থাকিবেন। CŞ (৩) চ্যান্সেলরের অনুপস্থিতিতে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করিবেন।