পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ SS$ (৮) কোন স্থায়ী কমিটি উহার উত্তরাধিকারী স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করিতে থাকিবে। ৩৩। (১) কর্পোরেশন প্রবিধান দ্বারা প্রত্যেক স্থায়ী কমিটির কার্যাবলী স্থায়ী কমিটিসমূহের নিদ্ধারণ করিবে। কার্যাবলী NON(২) স্থায়ী কমিটির সকল কার্যধারা কর্পোরেশনের অনুমোদন সাপেক্ষ ് হইবে। No ৩৪। কর্পোরেশন প্রয়োজনবোধে অন্য কোন উদ্দেশ্যে কমিশনারগণের মধ্য অন্যান্য *न হইতে বাছাইকৃত ব্যক্তিগণের সমন্বয়ে অন্যান্য কমিটি গঠন করিতে পারবে। ം് ৩৫। (১) কর্পোরেশনের বা উহার কোন স্থায়ী কমিটি কিংবা অন্য কোন কর্পোরেশনের কাজে কমিটি উহার যেকোন দায়িত্ব পালনের জন্য কোন বৃক্তির সাহায্য বা পরামর্শের রেলি প্রয়োজন বোধ করিলে উক্ত ব্যক্তিকে উহার কাজের সহিত সম্পৃক্ত করিতে পারবে। * (২) উপ-ধারা (১)-এর অধীনে কর্পোরেশন বা কোন কমিটির সহিত সম্পৃক্ত ব্যক্তি উহার সভায় আলোচনায় অংশ গ্রহণ করিতে পারবেন, তবে তাহার কোন ভোট দানের অধিকার থাকিবে না। S@ ৩৬। (১) সংখ্যাগরিষ্ঠ কমিশনারগণের সিদ্ধান্ত অনুযায়ী কর্পোরেশনের কর্পোরেশনের সভায় কোন সভা একান্ত অনুষ্ঠিত না হইলে, উহার প্রত্যেক সভা জনসাধারণের জন্য জনসাধারণের উন্মুক্ত থাকিবে। ര് প্রবেশাধিকার o (২) কর্পোরেশন প্রবিধান দ্বারা উহার সভায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করিতে পারবে এবং সভায় প্রবেশকৃত কোন কোন ব্যক্তি উহার কার্যধারা ব্যাহত করিলে, প্রয়ােজবােধ বলপূর্ব পালর জাওলি কতিপালি। ৩৭। কর্পোরেশন বা উহার কোন কমিটি সভায় কোন কমিশনারের আচরণ কমিশনারগণের কোন বিষয়ে অথবা তাহার ব্যবস্থাধীন বা নিয়ন্ত্রণাধীন আছে এইরূপ কোন সম্পত্তি বিষয়ক আলোচনায় তিনি অংশ গ্রহণ বা ভোট দান করবেন না। o ৩৮। এই আইন সাপেক্ষে, কর্পোরেশন উহার সভা এবং উহার স্থায়ী কমিটি সভার কার্য পদ্ধতি V8 কিংবা অন্যান্য কমিটির সভার কার্য পদ্ধতি ও কার্য পরিচালনার জন্য প্রবিধান কার্য পরিচালনার জন্য প্রণয়ন করিতে পারবে। প্রবিধান ON ২ ৩৯। (১) কর্পোরেশন এবং উহার প্রত্যেক স্থায়ী কমিটি বা অন্য কোন সভায় কার্য বিবরণী S২ কমিটির সভায় কার্যবিবরণীতে অন্যান্য বিষয়ের মধ্যে উপস্থিত কমিশনার বা লিপিবদ্ধকরণ CŞ সদস্যগণের নাম উল্লেখ করিতে হইবে এবং উক্ত কার্য বিবরণী তদুদ্দেশ্যে রক্ষিত একটি বহিতে লিপিবদ্ধ করিতে হইবে, এবং সভার সভাপতি কর্তৃক তাহা স্বাক্ষরিত হইতে হইবে এবং কর্পোরেশন বা সংশ্লিষ্ট কমিটির পরবর্তী সভায় উপস্থাপিত হইতে হইবে।