পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ Sఎ({ ৫৪। (১) কর্পোরেশন তহবিল নামে একটি তহবিল থাকিবে। সুন্সিল (২) কর্পোরেশন তহবিলে নিম্নলিখিত অর্থ জমা হইবে, যথা : (ক) কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত কর, রেইট, টােল, ফিস এবং অন্যান্য দাবী বাবদ প্রাপ্ত অর্থ; è (খ) কর্পোরেশনের উপর ন্যস্ত এবং তৎকর্তৃক পরিচালিত সম্পত্তি হইতে o প্রাপ্ত আয় বা মুনাফা; & (গ) সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের নিকট হইতে প্রাপ্ত অনুদান; ് (ঘ) স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ কর্তৃক প্রদত্ত <foo - N দান; Kö s (ঙ) কর্পোরেশনের উপর ন্যস্ত সকল ট্রাষ্ট হইতে প্রাপ্ত আয়; o (চ) কর্পোরেশনের অর্থ বিনিয়োগ হইতে প্রাপ্ত মুনাফা; &o (ছ) কর্পোরেশন কর্তৃক প্রাপ্ত অন্য যে কোন অর্থ; o (জ) সরকারী নির্দেশে কর্পোরেশনের উপর ন্যস্ত অন্যান্য আয়ের উৎস হইতে প্রাপ্ত অর্থ। O òs ৫৫। (১) কর্পোরেশন তহবিলে জমাকৃত টাকা সরকারী ট্রেজারীর কার্য কর্পোরেশন তহবিল পরিচালনাকারী কোন ব্যাংকে অথবা সরকার কর্তৃক নিৰ্দ্ধারিত অন্য কোন প্রকারে সুর বিনিন" (২) বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে কর্পোরেশন উহার তহবিলের কিছু অংশ বিনিয়ােগ করতে পারবে। ৯ (৩) কর্পোরেশন ইচ্ছা করিলে কোন বিশেষ উদ্দেশ্যে আলাদা তহবিল গঠন গঠন করবে এবং বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পদ্ধতিতে উহা পরিচালনা করবে। N ৫৬। কর্পোরেশন তহবিলের অর্থ নিম্নলিখিত খাতে অগ্রাধিকারের ভিত্তিতে কর্পোরেশন তহবিলের ཝ་ཨུ་ཁུ་ཨ་མ་མ་། ལྷ་མ་ প্রয়োগ to § প্রথমতঃ কর্পোরেশন কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা প্রদান; e$ দ্বিতীয়তঃ এই আইনের অধীনে কর্পোরেশন তহবিলের উপর দায়যুক্ত ব্যয়; তৃতীয়তঃ এই আইন বা আপাততঃ বলবৎ অন্য কোন আইন দ্বারা ন্যস্ত কর্পোরেশনের দায়িত্ব সম্পাদন এবং কর্তব্য পালনের জন্য ব্যয়;