পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e$ পানি সরবরাহ & 、ペー ്. ব্যক্তিগত উৎস >W)8 রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ (৩) সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে প্রদত্ত নির্দেশ সাপেক্ষে, কপোরেশন উহার পরিচালিত প্রত্যেক হাসপাতাল ও ডিসপেনসারীর জন্য বিধি দ্বারা নিৰ্দ্ধারিত পরিমাণ ও মানের ঔষধপত্র, যন্ত্রপাতি, সাজসরঞ্জাম আসবাবপত্রের ব্যবস্থা করিবে । ৮৪ । কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে বা সরকার নির্দেশ দিলে, নিম্নবর্ণিত বিষয় সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে, যথা:- No (ক) প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও পরিচালনা; (খ) ভ্ৰাম্যমান চিকিৎসা সাহায্য ইউনিটের স্থাপন ও পরিচালনা, "Q (গ) চিকিৎসা সাহায্য প্রদানকল্পে সমিতি গঠনে উৎসা ੋ (ঘ) চিকিৎসা বিদ্যার উন্নয়ন; ് (ঙ) চিকিৎসা সাহায্যের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অর্থ প্রদান এবং

  • C) (চ) স্কুল ছাত্রদের স্বাস্থ্য §

দ্বিতীয় পরিচ্ছেদ পনসা ও পানি নিষ্কাশন প্রণালী ৮৫। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন সাপেক্ষে, কপোরেশন নগরীতে সাধারণ ও ব্যক্তিগত ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করিবে। o (২) কর্পোরেশন, প্রয়োজনীয় বিবেচনা করিলে অথবা সরকার নির্দেশ দিলে, পানি সরবরাহ, সঞ্চয় ও বিতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার লক্ষ্যে বিধি অনুযায়ী পানি সরবরাহ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করিতে পারিবে। (৩) যে ক্ষেত্রে নলের সাহায্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে সরবরাহের ব্যবস্থা করিতে পারিবে এবং তজ্জন্য অর্থ আদায় করিতে পারিবে । ৮৬। (১) নগরীর অভ্যন্তরে সকল বেসরকারী পানি সরবরাহের উৎস কর্পোরেশনের নিয়ন্ত্রণ ও পরিদর্শনাধীন থাকিবে। (২) কর্পোরেশনের অনুমোদন ব্যতীত পানীয় জলের জন্য কোন নূতন কূপ খনন, নলকূপ স্থাপন অথবা পানি সরবরাহের জন্য অন্য কোন উৎসের ব্যবস্থা করা যাইবে না।