পাতা:বাংলাদেশ কোড ভলিউম ২৭.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজশাহী সিটি কর্পোরেশন আইন, ১৯৮৭ S8G: অষ্টম পরিচ্ছেদ জননিরাপত্তা ১১৯। (১) কর্পোরেশন অগ্নিনিরোধ ও অগ্নিনির্বাপনের জন্য দমকল অগ্নি নির্বাপন বাহিনীর গঠন করিতে পারিবে এবং উহার সদস্য সংখ্যা, যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি বিধি দ্বারা নিৰ্দ্ধারিত হইবে। - (২) নগরীতে কোন অগ্নিকাণ্ড ঘটিলে, কোন ম্যাজিষ্ট্রেট অথবা দমকল SS মর্যাদা সম্পন্ন কোন পুলিশ কর্মকর্তা- <foo N ۶یر ۶یر (ক) কোন ব্যক্তি অগ্নিনির্বপন কর্যে অথবা জান-মাল রক্ষার ব্যাপারে বাধা ২০ প্রদান বা হস্তক্ষেপ করিলে তাহাকে অপসারণ করিতে বা অপসারণের - আদেশ প্রদান করিতে পারিবেন; so (খ) অগ্নিকারে স্থানে বা উহার পার্শ্ববর্তী এলাকায় যে কোন রাস্ত বা পথ বন্ধ করিয়া দিতে পারিবেন; so N (গ) অগ্নিনির্বাপনের উদ্দেশ্যে যে কোন বাড়ীঘর সম্পূর্ণ বা আংশিকভাবে ভাংগিয়া দিতে পারিবেন অথবা উহার মধ্য দিয়া অগ্নিনির্বাপনকারী পানির পাইপ ও যন্ত্রপাতি নেওয়ার জন্য পথের ব্যবস্থা করিতে Q (ঘ) যে স্থানে অগ্নিকাণ্ড ঘটিয়াছে সে স্থানে পনির চাপ বৃদ্ধির উদ্দেশ্যে উহার চতুৰ্পার্শ্বে অবস্থিত যে কোন পাইপ বন্ধ করিয়া দিতে পারবেন; (ঙ) অগ্নিনির্বাপক গাড়ীর দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তিকে অগ্নিনির্বাপনে (5) জান-মাল রক্ষার্থে অন্য যে কোন ব্যবস্থা গ্রহণ করিতে পারবেন। o (৩) এই ধারার অধীনে কোন কিছু করা হইলে অথবা সরল বিশ্বাস করার জন্যইয়ক হল তল কেন বালিককে তিলতি হবেনা। o - (৪) উপ-ধারা (৩) এ অথবা অন্য কোন আইনে বা কোন বীমা পলিসীতে যাহাঁই থাকুক না কেন, এই ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করার ফলে ং কোন ক্ষতি হইলে সেই ক্ষতিকে কোন অগ্নি-বীমা পলিসীর প্রয়ােজনে অগ্নিকাণ্ডজনিত ক্ষতি বলিয়া গণ্য হইবে। ১২০। কপোরেশন বেসামরিক প্রতিরক্ষার জন্য দায়ী হইবে এবং বেসামরিক প্রতিরক্ষা এতদুদ্দেশ্যে উহা বিধি দ্বারা নিৰ্দ্ধারিত কার্যাবলী সম্পন্ন করিবে।